দীর্ঘ তিনমাস ধরে ক্রিকেট মাঠে দেখা যায়নি ইংল্যান্ডের পেস বোলিং অলরাউন্ডার ক্রিস ওকসকে। নিকট ভবিষ্যতে যে তিনি ফিরবেন, সেটির সম্ভাবনাও নেই। মূলত, বাবার মৃত্যুর কারণে মুষড়ে পড়েছেন ওকস। তাই পরিবারের সঙ্গেই আপাতত সময় কাটাচ্ছেন তিন। চলতি মৌসুমে কাউন্টি ক্রিকেটে খেলেননি ওকস। ছিলেন না ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে তার দল পাঞ্জাব কিংসের সঙ্গেও। দারুণ পারফর্মার হওয়া সত্ত্বেও টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের স্কোয়াডেও নেই ৩৫ বছর বয়সী এই অলরাউন্ডার।
সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে নিজেই জানিয়েছেন কেন বিরতিতে আছেন তিনি, ‘মে মাসের শুরুতে দুর্ভাগ্যজনকভাবে আমার বাবা মারা গিয়েছেন, গত এই মাসটি ছিল আমার জীবনের সবচেয়ে চ্যালেঞ্জিং সময়।’ওকস আরও বলেছেন, ‘গত কয়েক সপ্তাহ আমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষজন, আমার পরিবারের সঙ্গে কাটিয়েছি। আমরা সবাই শোকে কাতর এবং কাটিয়ে ওঠার চেষ্টা করছি, নিঃসন্দেহে যা আমাদের জীবনের সবচেয়ে কঠিন সময়।’
কাউন্টিতে ওকসের ক্লাব ওয়ারউইকশায়ার। ক্লাবটির হয়ে আবারও খেলায় ফিরবেন বলে জানিয়েছেন ওকস, ‘আমি ওয়ারউইকশায়ারের হয়ে আমার এবং পরিবারের জন্য সঠিক সময়ে আবারও ক্রিকেটে ফিরব, যেই ক্লাবটিকে আমার বাবা মন থেকে ভালোবাসতেন। ওয়ারউইকশায়ার এবং ইংল্যান্ডের হয়ে খেললে আমার বাবা দারুণ গর্বিত হতেন। নিকট ভবিষ্যতে সেগুলো করার জন্য মুখিয়ে আছি।’
গত ফেব্রুয়ারিতে সর্বশেষ ক্রিকেট খেলেছেন ওকস। সংযুক্ত আরব আমিরাতের ইন্টারন্যাশনাল লিগ টি-২০ তে শারজাহ ওয়ারিয়র্সের হয়ে মাঠে নেমেছিলেন তিনি। গত ডিসেম্বরে ইংল্যান্ডের ওয়েস্ট ইন্ডিজ সফরেও দলে দিলেন দলটির হয়ে দুই শ’রও বেশি ম্যাচ খেলা ওকস।