ব্রজেন্দ্রনাথ শীল (১৮৬৪-১৯৩৮) বাঙালি দার্শনিক ও বহুবিদ্যাবিশারদ। তিনি ১৮৬৪ সালের ৩ সেপ্টেম্বর হুগলী জেলার হরিপালে জন্মগ্রহণ করেন। তিনি স্কটিশ চার্চ কলেজ, কলকাতা থেকে বিএ পাস করে সেখানেই অধ্যাপনা শুরু করেন। অঙ্ক ও দর্শন দুটিতেই তার ব্যুৎপত্তি ছিল। কলেজে তার সহপাঠী ছিলেন স্বামী বিবেকানন্দ।ব্রজেন্দ্রনাথ কলকাতা বিশ্ববিদ্যালয়ের দর্শনশাস্ত্রের প্রধান অধ্যাপক ছিলেন ৯ বছর। ১৯২১ থেকে ১৯৩০ সাল পর্যন্ত তিনি মহীশূর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯২১ সালে
রবীন্দ্রনাথ ঠাকুরের আমন্ত্রণে বিশ্বভারতী উদ্বোধন অনুষ্ঠানের সভাপতি হন। তুলনামূলক সাহিত্য, ধর্মদর্শন বিচার ও দর্শন আলোচনায় গণিতের সূত্র প্রয়োগে তিনি ছিলেন পথিকৃৎ। ব্রজেন্দ্রনাথ দশটি ভাষায় পারদর্শী ছিলেন। অজস্র বই রচনা করেছেন ধর্ম, দর্শনতত্ত্ব, শিল্প, সাহিত্য, সংস্কৃতি, সভ্যতা, নৃতত্ত্ব, সমাজতত্ত্ব, বিজ্ঞান নিয়ে।
অসামান্য মেধা ও পাণ্ডিত্যের অধিকারী ব্রজেন্দ্রনাথ আদর্শ চরিত্রের জন্য ‘আচার্য্য’ উপাধিতে ভূষিত হয়েছিলেন। তাকে চলমান বিশ্ববিদ্যালয় বলে অভিহিত করা হতো। ‘ডিএসসি’ ও ‘নাইট’ উপাধিও পান তিনি। তার মৃত্যুতে কবি সুধীন্দ্রনাথ দত্ত বলেন, ‘সক্রেটিসের পরিবারের শেষ প্রদীপ নিভে গেল।’