Skip to content

বাংলাদেশ-ভারতের চেন্নাই টেস্টের উইকেট কেমন হবে

    বাংলাদেশ-ভারতের চেন্নাই টেস্টের উইকেট কেমন হবে prothomasha.com

    বাংলাদেশ-ভারত টেস্ট সিরিজের আর খুব বেশিদিন বাকি নেই। আগামী ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে শুরু হবে দুই ম্যাচের সিরিজের প্রথম টেস্ট। চেন্নাইয়ে অনুষ্ঠেয় ম্যাচটি উপলক্ষে এরই মধ্যে স্কোয়াড ঘোষণা করেছে ভারত। সিরিজে দল ঘোষণা করেছে বাংলাদেশও।

    চেন্নাইয়ের উইকেট সবসময়ই স্পিন সহায়ক। এটি জাতীয় দল কিংবা আইপিএল; দুই সময়েই দেখা যায়। তবে বাংলাদেশ সিরিজে দেখা যেতে পারে ভিন্ন উইকেট। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, পেসারদের জন্য সুবিধা থাকতে পারে চেন্নাইয়ের উইকেটে। কালো উইকেটের পরিবর্তে পিচ হতে পারে লাল মাটির।

    ভারতের এমন উইকেট বাছাইয়ের চিন্তা অবশ্য বাংলাদেশ সিরিজের কথা মাথায় রেখেই নয়। বাংলাদেশের পর ঘরের মাঠেই নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে ভারত। তাদের বিপক্ষে স্বাভাবিকভাবেই স্পিন শক্তি ব্যবহার করার কথা ভারতের। তবে দেশটির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ট্রেলিয়া সিরিজ। বোর্ডার-গাভাস্কার ট্রফির ৫ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়া সফর করবে ভারত। আর বরাবরই অস্ট্রেলিয়া তাদের পেস অস্ত্র ব্যবহার করে থাকে। তাই নিজেদের ক্রিকেটারদের পেস বোলিংয়ে বেশি ধাতস্থ করতেই পেস সহায়ক উইকেটের ব্যবস্থা করছে ভারত।

    তাছাড়া বাংলাদেশের বিপক্ষে ভারতের সবশেষ দেখায়ও দাপট দেখিয়েছেন পেসাররা। ২০১৯ সালে দুই ম্যাচের টেস্ট সিরিজে সফরকারী বাংলাদেশকে দুইটিতেই ইনিংস ব্যবধানে পরাজিত করে ভারত। এই দুই ম্যাচে ৩৫ উইকেট নিয়েছেন পেসাররা। যদিও সেই ম্যাচ দুইটি হয়েছিল ইন্দোর ও কলকাতায়।

    তবে পেস সহায়ক উইকেট হলেও তাতে খুব বেশি সমস্যা হওয়ার কথা নয়। সাম্প্রতিক পাকিস্তান সফরে দেশটির পেসারদের বিপক্ষে দারুণ ব্যাটিং করেছেন বাংলাদেশের ব্যাটাররা। তাছাড়া স্বাগতিকদের হোয়াইটওয়াশ করার পেছনে বড় অবদান ছিল পেসারদের। রাওয়ালপিন্ডিতে শেষ টেস্টের দ্বিতীয় ইনিংসে প্রতিপক্ষের ১০ উইকেটই তো তুলে নেন হাসান মাহমুদ-নাহিদ রানারা।