Skip to content

বাংলাদেশে আসতে পারেন শাহরুখ খান

    বাংলাদেশে আসতে পারেন শাহরুখ খান prothomasha.com

    বলিউড বাদশাহ শাহরুখ খানকে বাংলাদেশে নিয়ে আসার পরিকল্পনা নিয়েছে অন্তর শোবিজ। সম্প্রতি সংবাদমাধ্যমে এমনটাই জানান অন্তর শোবিজের কর্ণধার স্বপন চৌধুরী।

    স্বপন চৌধুরী বলেন, ‘বিষয়টি নিয়ে এখনই বিস্তারিত বলার মতো কিছু হয়নি। শাহরুখ খানকে বাংলাদেশে নিয়ে এসেছিলাম। তার সঙ্গে আমাদের পারিবারিক সম্পর্ক। তাই শুধু সিডিউল মেলানো জরুরি। আশা করছি, চলতি বছরই তাকে আবারও দেখবে ঢাকা।’ তিনি আরও বলেন,‘শাহরুখ ভক্তদের প্রতি খেয়াল রেখে আবার তাকে ঢাকায় নিয়ে আসার পরিকল্পনা করেছি। বর্তমানে শাহরুখের গ্রহণযোগ্যতা আরও বেড়েছে। পরপর তিনটা সিনেমা তার আলোচনায়। বাংলাদেশে শাহরুখ খানের সিনেমা মুক্তি পাওয়ায় দর্শকদের মধ্যে এক ধরনের উন্মাদনা তৈরি হয়েছে। তাই চলতি বছরই ভালো সময় তাকে ঢাকায় নিয়ে আসার।’

    ২০১০ সালে একটি কনসার্টে অংশ নিতে প্রথমবার ঢাকায় এসেছিলেন শাহরুখ খান। সেসময় তার সঙ্গে ছিলেন রানি মুখার্জি, অর্জুন রারামপালসহ আরও অনেকে।