১. ভাইয়া জি।
২. বারা বাই বারা।
৩. কর্তম ভুগতম।
৪. শ্রীকান্ত।
৫. পেয়ার কে দো নাম।
ভাইয়া জি
‘সির্ফ এক বান্দা কাফি হ্যায়’ (২০২৩) ফিল্ম এবং বেশ কিছু সিরিজের পর্ব পরিচালনার জন্য খ্যাত অপূর্ব সিং কারকি পরিচালিত অ্যাকশন ফিল্ম। রাম চরণ (মনোজ বাজপেয়ি) একজন ধনবান মানুষ যার অতীত ছিল সহিংসতায় ভরা বাবার অনুরোধে সে অপরাধ জগত ছেড়ে দেয়। মা (ভগিরথী বাই) এবং ভাই বেদান্ত’র (আকাশ মাখিজা) সঙ্গে বিহারের এক শহরে তার বাস। কিছুদিনের মধ্যে মিতালীকে বিয়ে করার কথা রাম চরণের। বেদান্ত দিল্লি থেকে ফিরছে আর নিয়মিত রামকে ফোন করছিল। হঠাৎ তার ফোন আসা বন্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর দিল্লি পুলিশের মগন (বিপিন শর্মা) জানায় বেদান্ত দুর্ঘটনায় পড়েছে। রাম দেরি না করে দিল্লি চলে যায় এবং জানতে পারে বেদান্ত মারা গেছে। মগন জানায় বেদান্ত মাতাল অবস্থায় সড়কের মধ্যে চলে আসে আর এক গাড়ির নিচে পড়ে। রাম চরণ এমন দাবি মানতে পারে না কারণ বেদান্ত মদপান করত না। বেদান্ত’র বন্ধুরা জানায়, প্রভাবশালী চন্দ্রভান সিংয়ের (সুখবিন্দর ভিকি) ছেলে অভিমন্যু (যতিন গোস্বামী) বেদান্তকে খুন করেছে। রাম তার মাকে বিষয়টি জানালে মা তাকে ছেলের হত্যার প্রতিশোধ নিতে নির্দেশ দেয় শুরু হয় অভিমন্যু আর চন্দ্রভানের বিরুদ্ধে রামের যুদ্ধ। তার ভাইয়ের মৃত্যুতে মগনের ভূমিকাও জানতে হবে তাকে।