কর্মী ধর্মঘটের জেরে বিশ্বের অন্যতম শীর্ষ পর্যটন আকর্ষণ আইফেল টাওয়ার সোমবার অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। টাওয়ারের অপারেটর এসইটিই তাদের ওয়েবসাইটে বলেছে, সোমবার স্মৃতিস্তম্ভের পরিদর্শন ব্যাহত হবে। দর্শনার্থীদের ওয়েবসাইটে নজর রাখতে বা সফর স্থগিত করার পরামর্শ দিয়েছে তারা।
ই–টিকিটধারীদের আরও তথ্যের জন্য তাদের ই-মেল চেক করতে বলেছে কর্তৃপক্ষ। প্রসঙ্গত, গত দু’মাসে এই একই কারণে দুবার বন্ধ হল আইফেল টাওয়ার। আইফেল টাওয়ার সাধারণত বছরের ৩৬৫ দিনই খোলা থাকে। তবে, এবার মাত্র দুইমাসের ব্যবধানে এটি দ্বিতীয়বারের মতো বন্ধ হলো। গত ডিসেম্বরে ক্রিসমাস এবং নতুন বছরের ছুটির দিনে আলোচনার জন্য চাপ দিয়ে এটি বন্ধ করে দিয়েছিলো কর্মীরা।
আইফেল টাওয়ারের কর্মচারীর অধিকার নিয়ে কাজ করা সিজিটি ইউনিয়নের স্টেফান ডিউ বলেছেন, সোমবারের এই ধর্মঘট মূলত কর্মীদের বেতন বাড়ানোর দাবিতে করা হয়েছে। তাদের দাবি, যে পরিমান অর্থ টিকিট বিক্রি করে উপার্জিত হয়, সে তুলনায় বেতন বাড়েনি কর্মীদের। তাই প্যারিস পৌরসভার মালিকানাধীন এই টাওয়ারের কর্তৃপক্ষকে বার্তা দিতে চান কর্মচারীরা।