ফেনী শহরের বাসপাড়ার একটি ভবনে অগ্নিকাণ্ড হয়েছে। এতে ভবনটির নিচতলা গ্যারেজে থাকা তিনটি মোটরসাইকেল, একটি বাই সাইকেল, ইলেকট্রিক বোর্ড এবং প্লাস্টার পল সিলিং আগুনে পুড়ে যায়। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।পৌরসভার বাসপাড়ার দেবাঙ্গন নামক ছয়তলা ভবনের নীচতলার গ্যারেজ আজ মঙ্গলবার সকাল পৌনে ৮টার দিকে এই ঘটনা ঘটে।বিষয়টি নিশ্চিত করেছেন ফেনী ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. আবদুল মজিদ।
ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা জানান, সকাল ৭টা ৪০মিনিটে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার স্টেশনের একটি দল নিয়ে ঘটনাস্থলে যায়। সেখানে ছয়তলা ভবনের নীচতলার গ্যারেজে আগুনের প্রচুর ধোয়া দেখা যায়। তাৎক্ষণিকভাবে আগুন নেভানোর কাজ শুরু করা হয় এবং ১৫ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণ আনেন তারা।
তবে এতে হতাহতের কোনো ঘটনা না ঘটলেও গ্যারেজে থাকা তিনটি মোটরসাইকেল, একটি বাইসাইকেল একেবারে পুড়ে যায়। এ ছাড়া পল সিলিং পুড়ে গেছে। ধারণা করা হচ্ছে বিদ্যুতের শটসার্কিট থেকে এ ঘটনা ঘটেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে বলে জানান ফায়ার সার্ভিসের কর্মকর্তা আবদুল মজিদ।