২০২২ সালের ২৯ ডিসেম্বর ফুটবল বিশ্বকে কাঁদিয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেছিলেন অ্যাডসন আরান্তেস দো নাসিমন্তে।পুরো বিশ্ব যাকে পেলে নামে চেনে। তিনটি বিশ্বকাপজয়ী সাবেক ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তির মা সেলেস্তে আরান্তেস গতকাল শুক্রবার ১০১ বছর বয়সে মারা গেছেন। পেলের সাবেক ক্লাব সান্তোসের পক্ষ থেকে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।কয়েক বছর ধরেই শয্যাশায়ী অবস্থায় ছিলেন সেলেস্তে আরান্তেস। হাঁটাচলাও করতে পারতেন না। সংবাদমাধ্যম গোল ডটকম জানাচ্ছে, প্রায় ৫ বছর ধরে এমন অবস্থায় ছিলেন তিনি। এমনকি পেলের মৃত্যুর খবরও সে সময় জানানো হয়নি সেলেস্তেকে। এর আগে, এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছিলেন পেলের বোন মারিয়া লুসিয়া দা নাসিমেন্তো।
সে সময় পেলের বোন বলেছিলেন, ‘আমরা কথা বলেছিলাম। কিন্তু তিনি (পেলের মা) মৃত্যুর ব্যাপারে কিছু জানেন না। তার একটি নিজস্ব জগৎ আছে, সেখানে তিনি ভালোই আছেন। মাঝেমধ্যে আমি তাকে বলতাম, সেলেস্তিকা দিকোকে (পেলে) দেখতে এমন লাগে এখন। কিন্তু মৃত্যুর ব্যাপারে অবগত নন তিনি।’
পরবর্তীকালে পেলের মৃত্যুর খবর জেনেছিলেন কিনা, সেটা অবশ্য জানা যায়নি। এর আগেই গতকাল মৃত্যুর কোলে ঢলে পড়লেন সেলেস্তে। সান্তোষের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করে বিবৃতিতে বলা হয়েছে, ‘আমাদের চিরকালীন রাজার মা সেলেস্তে আরান্তেস দো নাসিমেন্তোর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তার ১০১ বছরের অনুপ্রেরণাদায়ক জীবনের গল্প ছিল। তিনি এমন একজন কৃষ্ণাঙ্গ নারী ছিলেন, যিনি পরিবারের প্রতিকূলতার জন্য সীমাহীন প্রতিকূলতার মুখোমুখি হয়েছেন।’