বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের আওতাধীন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) অঙ্গ প্রতিষ্ঠান পেট্রোলিয়াম ট্রান্সমিশন কোম্পানি পিএলসির (পিটিসি-পিএলসি) বাস্তবায়নাধীন ‘ইন্ডিয়া বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন (আইবিএফপিএল)’ প্রকল্পের অপারেশন ও রক্ষণাবেক্ষণ কাজ পরিচালনার জন্য জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই প্রকল্পে ১০ ক্যাটাগরির পদে ১৩ জনকে স্থায়ীভাবে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের আগামীকাল রোববারের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।
১. পদের নাম: উপমহাব্যবস্থাপক (অপারেশনস অ্যান্ড প্ল্যানিং)
পদসংখ্যা: ১
যোগ্যতা: স্বনামধন্য বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে কেমিক্যাল/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক/মেকানিক্যাল/পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি। সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। কোনো সরকারি/স্বায়ত্তশাসিত/আধা সরকারি বা বেসরকারি প্রসেস ইন্ডাস্ট্রি/কেমিক্যাল প্রসেস প্রতিষ্ঠান/ক্রস কান্ট্রি পাইপলাইন কাজে কর্মকর্তা হিসেবে ন্যূনতম ১৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। পেট্রোলিয়াম, পেট্রোকেমিক্যাল বা কেমিক্যাল কমপ্লেক্সে বা ক্রস কান্ট্রি পাইপলাইন–সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বয়স: অনূর্ধ্ব ৪৭ বছর।
বেতন স্কেল: ৫০,০০০–৭১,২০০ টাকা
পদসংখ্যা: ১
যোগ্যতা: স্বনামধন্য বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে কেমিক্যাল/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক/ ইলেকট্রনিকস অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন/ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশন/মেকানিক্যাল/পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি। সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। কোনো সরকারি/স্বায়ত্তশাসিত/ আধা সরকারি বা বেসরকারি প্রসেস ইন্ডাস্ট্রি/কেমিক্যাল প্রসেস প্রতিষ্ঠান/ক্রস কান্ট্রি পাইপলাইন কাজে কর্মকর্তা হিসেবে ন্যূনতম ১০ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। পেট্রোলিয়াম, পেট্রোকেমিক্যাল বা কেমিক্যাল কমপ্লেক্সে বা ক্রস কান্ট্রি পাইপলাইন–সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বয়স: অনূর্ধ্ব ৪২ বছর।
বেতন স্কেল: ৪৩,০০০-৬৯,৫৮০ টাকা
সরকারি বিদ্যুৎ কোম্পানিতে চাকরি, মূল বেতন ১ লাখ ৪৯ হাজার
৩. পদের নাম: ব্যবস্থাপক (ইঞ্জিনিয়ারিং সার্ভিস)
পদসংখ্যা: ১
যোগ্যতা: স্বনামধন্য বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে কেমিক্যাল/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক/ইলেকট্রনিকস অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন/ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশন/মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি। সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। কোনো সরকারি/স্বায়ত্তশাসিত/আধা সরকারি বা বেসরকারি প্রসেস ইন্ডাস্ট্রি/কেমিক্যাল প্রসেস প্রতিষ্ঠান/ক্রস কান্ট্রি পাইপলাইন কাজে কর্মকর্তা হিসেবে ন্যূনতম ১০ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। পেট্রোলিয়াম, পেট্রোকেমিক্যাল বা কেমিক্যাল কমপ্লেক্সে বা ক্রস কান্ট্রি পাইপলাইন–সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বয়স: অনূর্ধ্ব ৪২ বছর।
বেতন স্কেল: ৪৩,০০০-৬৯,৫৮০ টাকা
৪. পদের নাম: উপব্যবস্থাপক (অপারেশনস)
পদসংখ্যা: ১
যোগ্যতা: স্বনামধন্য বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে কেমিক্যাল/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক/কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং/মেকানিক্যাল/পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি। সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। কোনো সরকারি/স্বায়ত্তশাসিত/আধা সরকারি বা বেসরকারি শিল্প/বাণিজ্যিক প্রতিষ্ঠানে কর্মকর্তা হিসেবে ন্যূনতম পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। পেট্রোলিয়াম, পেট্রোকেমিক্যাল বা কেমিক্যাল কমপ্লেক্সে বা ক্রস কান্ট্রি পাইপলাইন সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বয়স: অনূর্ধ্ব ৩৭ বছর।
বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা
৫. পদের নাম: উপব্যবস্থাপক (ইনস্ট্রুমেন্ট অ্যান্ড ইলেকট্রিক্যাল)
পদসংখ্যা: ১
যোগ্যতা: স্বনামধন্য বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক/কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রনিকস অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন/ ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি। সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। কোনো সরকারি/স্বায়ত্তশাসিত/আধা সরকারি বা বেসরকারি শিল্প/বাণিজ্যিক প্রতিষ্ঠানে কর্মকর্তা হিসেবে ন্যূনতম পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। পেট্রোলিয়াম, পেট্রোকেমিক্যাল বা কেমিক্যাল কমপ্লেক্সে বা ক্রস কান্ট্রি পাইপলাইন–সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বয়স: অনূর্ধ্ব ৩৭ বছর।
বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা
৬. পদের নাম: উপব্যবস্থাপক (ক্যাথডিক প্রোটেকশন, ইমারজেন্সি রেসপন্স অ্যান্ড অ্যাডমিন)
পদসংখ্যা: ১
যোগ্যতা: স্বনামধন্য বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে কেমিক্যাল/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক/ কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রনিকস অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন/ ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশন/মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি। সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। কোনো সরকারি/স্বায়ত্তশাসিত/আধা সরকারি বা বেসরকারি শিল্প/বাণিজ্যিক প্রতিষ্ঠানে কর্মকর্তা হিসেবে ন্যূনতম পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। পেট্রোলিয়াম, পেট্রোকেমিক্যাল বা কেমিক্যাল কমপ্লেক্সে বা ক্রস কান্ট্রি পাইপলাইন–সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বয়স: অনূর্ধ্ব ৩৭ বছর।
বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা
৭. পদের নাম: সহকারী ব্যবস্থাপক (অপারেশনস)
পদসংখ্যা: ২
যোগ্যতা: স্বনামধন্য বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে কেমিক্যাল/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক/মেকানিক্যাল/পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি। সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। পেট্রোলিয়াম, পেট্রোকেমিক্যাল বা কেমিক্যাল কমপ্লেক্সে বা ক্রস কান্ট্রি পাইপলাইন–সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বয়স: অনূর্ধ্ব ৩০ বছর।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা
ডিপিডিসিতে চাকরি, নানা ভাতার পাশাপাশি মূল বেতন ৩৯ হাজার
৮. পদের নাম: সহকারী ব্যবস্থাপক (স্ট্যাটিক অ্যান্ড রোটেটিং ইকুইপমেন্ট)
পদসংখ্যা: ১
যোগ্যতা: স্বনামধন্য বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি। সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। পেট্রোলিয়াম, পেট্রোকেমিক্যাল বা কেমিক্যাল কমপ্লেক্সে বা ক্রস কান্ট্রি পাইপলাইন সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বয়স: অনূর্ধ্ব ৩০ বছর।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা
৯. পদের নাম: সহকারী ব্যবস্থাপক (পাইপলাইন মেইনটেন্যান্স)
পদসংখ্যা: ১
যোগ্যতা: স্বনামধন্য বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে মেকানিক্যাল/পেট্রোলিয়াম/ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি। সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। পেট্রোলিয়াম, পেট্রোকেমিক্যাল বা কেমিক্যাল কমপ্লেক্সে বা ক্রস কান্ট্রি পাইপলাইন–সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বয়স: অনূর্ধ্ব ৩০ বছর।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা
১০. পদের নাম: কনিষ্ঠ কর্মকর্তা (অপারেশনস)
পদসংখ্যা: ৩
যোগ্যতা: স্বনামধন্য বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে কেমিক্যাল/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক/কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং/মেকানিক্যালে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি। সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। পেট্রোলিয়াম, পেট্রোকেমিক্যাল বা কেমিক্যাল কমপ্লেক্সে বা ক্রস কান্ট্রি পাইপলাইন–সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বয়স: অনূর্ধ্ব ৩০ বছর।
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য একই লিংকে পাওয়া যাবে। একজন প্রার্থী নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লিখিত কেবলমাত্র একটি পদের বিপরীতে দরখাস্ত করতে পারবেন। একই পদের জন্য একাধিক আবেদন বা একই ব্যক্তি একাধিক পদের জন্য আবেদন করলে সব আবেদন বাতিল বলে গণ্য হবে। অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ নম্বরে কল করতে পারবেন অথবা নিকটস্থ টেলিটক কাস্টমার কেয়ারে যোগাযোগ করতে পারবেন অথবা vas.query@teletalk.com.bd ঠিকানায় ই-মেইলে যোগাযোগ করতে পারবেন।
আবেদন ফি
অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ ১ থেকে ৯ নম্বর পদের জন্য ৬৬৯ টাকা এবং ১০ নম্বর পদের জন্য ৫৫৮ টাকা টেলিটক প্রি–পেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।
আবেদনের সময়সীমা: ১০ নভেম্বর ২০২৪, বিকেল ৫টা পর্যন্ত।