Skip to content

পিএসএলে বাবরের ইতিহাস

    পিএসএলে বাবরের ইতিহাস prothomasha.com

    পাকিস্তান সুপার লিগে (পিএসএল) নিজেদের উদ্বোধনী ম্যাচে হেরে গেছে বাবর আজমের দল পেশোয়ার জালমি। তবে হাফ সেঞ্চুরি করে ব্যাট হাতে ঠিকই উজ্জ্বল ছিলেন অধিনায়ক বাবর। লিখেছেন নতুন ইতিহাস। পিএসএলের নয়টি আসরের ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে ৩ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন বাবর। এখনো পর্যন্ত আড়াই হাজের রানের মাইলফলকই ছুঁতে পারেননি অন্য কোনো ব্যাটার। দ্বিতীয় সর্বোচ্চ ২ হাজার ৩৮১ রান আছে ফখর জামানের। তৃতীয় সর্বোচ্চ ২ হাজার ৮২ রান করেছেন শোয়েব মালিক।

    ২০১৬ সাল থেকে এখনো পর্যন্ত পিএসএলে খেলছেন বাবর। যেখানে ৮০ ইনিংসে তিনি করেছেন ৩ হাজার ৪ রান। ৪৪.৮৩ গড়ে এই রান করেছেন পেশোয়ার অধিনায়ক। মাইলফলক ছোঁয়ার পথে ১টি সেঞ্চুরিসহ ২৯টি হাফ সেঞ্চুরি করেছেন বাবর।  তবে বাবরের এমন মাইলফক ছোয়াঁর দিনে তার দল হেরে গেছে ১৬ রানে। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ২০৬ রানের বিশাল সংগ্রহ তোলে কোয়েটা গ্লাডিয়েটরস। জবাব দিতে নেমে দারুণ শুরু করলেও শেষের দিকে খেই হারায় পেশোয়ার। ৬ হারিয়ে ১৯০ রানেই থামে বাবরের দল। ওপেনিংয়ে নেমে ৪২ বলে ৬৮ রান করেন বাবর।