ব্লক প্রচ্ছায়ায় কিশোর মনে কীর্তিমানদের ছবি গেঁথে দিতে ও খেলার মাধ্যমে তাদের সম্পর্কে ধারণা দিতে সিরিজ পাজল গেম নির্মাণ করেছে ‘দেশি পাজল’। বঙ্গবন্ধু, জাতীয় চার নেতা ও সাত বীরশ্রেষ্ঠকে নিয়ে প্রচলিত পাজল গেম বানিয়েছে দেশি তরুণ ডেভেলপার ও উদ্যোক্তা।ইতোমধ্যে গুগল প্লে স্টোরে আত্মপ্রকাশ করেছে ‘দেশি গেমস’। প্রথম বাংলাদেশি আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার জয়ী ‘সাইবার টিনস’ উদ্যোক্তা সাদাত রহমান শিশু দিবস উপলক্ষে, রাজধানীর কাওরান বাজারস্থ ‘ভিশন ২০২১ টাওয়ার’ সম্মেলন কেন্দ্রে গেমটি সবার জন্য উন্মুক্ত করেন।
তিনি আরও বলেন, আমি গেমটি খেলেছি। ভেতরের মিউজিক ভালো। শিশুরা সহজে গেমের মধ্যেই মুক্তিযুদ্ধ ও ইতিহাস জানতে পারবেন। ১৩২১৯ নম্বরে গেম বিষয়ে তাদেরকে অবহিত করব।পাজল গেমের নির্মাতা ও প্রকাশক ব্র্যান্ডস হেড কমিউনিকেশনের প্রতিষ্ঠাতা রেজওয়ান রাজু বলেন, প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস জানানোর আগ্রহ থেকেই গেমটি তৈরি করেছি। ধারাবাহিকভাবে গেমের মানোন্নয়ন করা হবে। ইতিহাসের আরও সমৃদ্ধ অধ্যায় যুক্ত করাসহ খেলার মাধ্যমে খেলোয়াড়দের পুরস্কৃত করার উগ্যোগ থাকবে।
গেমের মূল পরিকল্পনা নিয়ে কাজ করছেন রেজওয়ান রাজু। তার সঙ্গে প্রোগ্রামার হিসেবে সংযুক্ত হয়েছেন দেশের প্রথম পিসি গেম অরুণোদয়ের অগ্নিশিখা দলের প্রোগ্রামার মোয়াজ্জেম হোসেন ও হাসিনুর রেজা তপু।পাজলের পোট্রের্ট শিল্পী চারু পিন্টু। ব্যাকগ্রাউন্ড মিউজিকে স্টুডিও কমার্শিয়াল ও ইউজার ইন্টাফেস তৈরি করেছেন রেজওয়ান রাজু ও জেসমিন আহমেদ।