Skip to content

পাকিস্তান নিরাপদ নয় জানিয়ে হরভজনের হুঁশিয়ারি

    পাকিস্তান নিরাপদ নয় জানিয়ে হরভজনের হুঁশিয়ারি prothomasha.com

    ২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির আনুষ্ঠানিক আয়োজক পাকিস্তান। যেখানে ২০১৭ সালের পর ফের অনুষ্ঠিত হতে চলেছে এই টুর্নামেন্ট। লন্ডনের ওভালে সেবারের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে হারিয়ে পাকিস্তান চ্যাম্পিয়ন হয়েছিল। তবে পাকিস্তান এবারের আয়োজক হওয়ায় সফর করতে নারাজ ভারত।ভারতীয় সংবাদমাধ্যমগুলোর দাবি, বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) টুর্নামেন্টটি খেলতে যাবে না। তারা গত এশিয়া কাপের মতো হাইব্রিড মডেলে খেলতে চাইছে। অর্থাৎ প্রতিযোগিতার আয়োজক হিসাবে পাকিস্তানই থাকবে, কিন্তু ভারত তাদের ম্যাচ অন্যত্র খেলবে। সেটা দুবাই বা শ্রীলংকায়ও হতে পারে।

    এদিকে ভারতের সাবেক অফস্পিনার হরভজন সিং পাকিস্তানের একটি টিভি চ্যানেলে আলোচনার সময়ে এক অনুষ্ঠানের রীতিমতো ক্ষোভ উগরে দিয়েছেন। তাকে আক্রমণ করেই কথা বলতে শোনা যায়। সেই আলোচনা চলাকালীন ভারতের চ্যাম্পিয়নস ট্রফি খেলতে পাকিস্তানে যাওয়া নিয়ে ভাজ্জিকে খোঁচা দেওয়ার চেষ্টা করা হয়েছিল। তখনই রেগে গিয়ে তিনি বলেন যে, ভারত আগামী বছর চ্যাম্পিয়নস ট্রফিতে দল পাঠাবে না। কারণ পাকিস্তানে ‘আমাদের খেলোয়াড়রা নিরাপদ নয়’।তিনি বলেন, ‘আমাদের খেলোয়াড়রা যদি পাকিস্তানে নিরাপদ না থাকে, আমরা দল পাঠাব না। যদি খেলতে চান, খেলুন, না বলে খেলবেন না। পাকিস্তান ছাড়া ভারতীয় ক্রিকেট এখনও টিকে থাকতে পারে। যদি পাকিস্তান ভারতীয় ক্রিকেট ছাড়া টিকে থাকতে পারে, তবে তাই করুন।’