Skip to content

নির্বাচনে হারের আশঙ্কা করছেন ট্রাম্প

    ট্রাম্প ১৬২, কমলা ৮১protomasha.com

    নির্বাচনের শেষ মুহূর্তে এসে হারের আশঙ্কা করছেন সাবেক প্রেসিডেন্ট এবং এবারের প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প। জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী হলেও হারের আশঙ্কাকেও একেবারে উড়িয়ে দিচ্ছেন না তিনি।

    মার্কিন সংবাদমাধ্যম এবিসির সঙ্গে আলাপে হারের শঙ্কার কথা জানিয়ে ট্রাম্প বলেছেন, ‘আমার মনে হয় আমি অনেক এগিয়ে আছি, তবে আপনি বলতেই পারেন, আপনি হারতে পারেন। খারাপ কিছু হতেই পারে। তবে যাই হোক, তা রোমাঞ্চকর হবে।’

    নির্বাচনে হেরে গেলে ট্রাম্প ‘ঝামেলা’ করবেন বলে আশঙ্কা করছেন ডেমোক্রেটরা। তেমন কিছু হলে সেটা ঠেকানোর জন্য প্রস্তুতিও নিয়ে রেখেছে কমলা হ্যারিসের শিবির। তবে নির্বাচনের শেষ পর্বে হঠাৎ ট্রাম্পের হেরে যাওয়ার আশঙ্কা নিয়ে কথা বলা আলোচনার জন্ম দিচ্ছে।

    প্রসঙ্গত, ২০২০ সালে নির্বাচনে ট্রাম্পের হারের পর যুক্তরাষ্ট্রে পরিস্থিতি বেশ ঘোলাটে হয়েছিল। সেসময় ক্যাপিটল হিলে দাঙ্গার ঘটনাও ঘটেছে। ট্রাম্প সমর্থকরা তাকে ক্ষমতায় টিকিয়ে রাখতে ‘অভূতপূর্ব’  বিশৃঙ্খলা করেন। এবারও নির্বাচনে ফল ট্রাম্পের পক্ষে না এলে তেমন কিছুর আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।