Skip to content

নারীদের জয়গানের গ্র্যামিতে সুইফটের রেকর্ড

    নারীদের জয়গানের গ্র্যামিতে সুইফটের রেকর্ড prothomasha.com

    কনসার্টের টিকিট নিয়ে হুড়োহুড়ি, নতুন প্রেম আর টাইম সাময়িকীর ‘পারসন অব দ্য ইয়ার’ হওয়া—সব মিলিয়ে গত বছরটা দুর্দান্ত কেটেছে টেলর সুইফটের। নতুন বছরও দারুণভাবে শুরু হলো ৩৪ বছর বয়সী এই গায়িকার। গতকাল  লস অ্যাঞ্জেলেসের ক্রিপ্টোডটকম অ্যারেনায় অনুষ্ঠিত গ্র্যামি অ্যাওয়ার্ডসে ইতিহাসের প্রথম শিল্পী হিসেবে চতুর্থবার ‘অ্যালবাম অব দ্য ইয়ার’ পুরস্কার জিতেছেন তিনি। কেবল সুইফটই নন, এবারের গ্র্যামি যেন ছিল নারীদের জয়গানের; গুরুত্বপূর্ণ পুরস্কারগুলো জিতেছেন নারী শিল্পীরা।

    গত নভেম্বরে যখন গ্র্যামির মনোনয়ন ঘোষণা হয়, তখন থেকেই সুইফটের রেকর্ডের দিকে চোখ ছিল তাঁর ভক্ত-অনুসারীদের। কারণ, এর আগে চারবার এ পুরস্কার পাননি আর কোনো শিল্পই। চারবার ‘অ্যালবাম অব দ্য ইয়ার’ পুরস্কার জিতে স্টিভি ওয়ান্ডার, পল সাইমন ও ফ্রাঙ্ক সিনাত্রার রেকর্ড ভেঙে দিলেন সুইফট। ‘মিডনাইটস’-এর জন্য পুরস্কার গ্রহণ করে আপ্লুত গায়িকা বলেন, ‘এটা আমার জীবনের সেরা মুহূর্ত। আমাকে ভোট দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ। আমি চাই আরও গান তৈরি করে যেতে। কারণ, এটাই আমাকে খুশি রাখে।’ ভক্তদের চমকে দিয়ে নতুন অ্যালবামের ঘোষণাও দেন সুইফট। জানান, তাঁর নতুন অ্যালবাম ‘দ্য টর্চার্ড পোয়েটস ডিপার্টমেন্ট’ বাজারে আসবে আগামী ১৯ এপ্রিল। গ্র্যামির অন্য দুই গুরুত্বপূর্ণ পুরস্কার ‘রেকর্ড অব দ্য ইয়ার’ ও ‘সং অব দ্য ইয়ার’ জিতেছেন যথাক্রমে মাইলি সাইরাস ও বিলি আইলিশ।

    তিন বছর বিরতির পর মাইলি সাইরাসের নতুন অ্যালবাম ‘এন্ডলেস সামার ভ্যাকেশন’ মুক্তি পায় গত বছরের মার্চে। এই অ্যালবামের তুমুল জনপ্রিয় গান ‘ফ্লাওয়ার্স’-এর জন্য ‘রেকর্ড অব দ্য ইয়ার’ জিতেছেন মাইলি। পুরস্কার জয়ের পর প্রতিক্রিয়া তিনি বলেন, ‘পুরস্কার জেতাটা দারুণ ব্যাপার। তবে আশা করি এটা (পুরস্কার) আমার জীবনের কিছুই বদলে দেবে না, আমার জীবনটা গতকালও দারুণ ছিল।’

    গত বছর মুক্তি পাওয়া গ্রেটা গারউইগের সিনেমা ‘বার্বি’র গান ‘হোয়াট ওয়াজ আই মেড ফর’ তরুণদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পায়। গানটির জন্য ‘সং অব দ্য ইয়ার’ পুরস্কার জিতেছেন বিলি আইলিশ। পুরস্কার জয়ের পর তাঁর সঙ্গে মনোনয়ন পাওয়া অন্য শিল্পীদের ধন্যবাদ জানিয়েছেন বলেন, ‘আমার সঙ্গে যাঁরা মনোনীত হয়েছিলেন সবাই দারুণ শিল্পী ও মানুষ; সবাই দুর্দান্ত গান করেন।’

    সিজা ও রড্রিগোর ব্যর্থতা
    এবার গ্র্যামিতে সর্বোচ্চ ৯ ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছিলেন সিজা, কিন্তু মূল পুরস্কারে গুরুত্বপূর্ণ ক্যাটাগরির পুরস্কার জিততে পারেননি তিনি। তুলনামূলক কম গুরুত্বপূর্ণ তিন ক্যাটাগরিতে পুরস্কার নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে।
    একইভাবে গুরুত্বপূর্ণ সব ক্যাটাগরিতে মনোনয়ন পেলেও একটি পুরস্কারও বাগাতে পারেননি হালের আরেক জনপ্রিয় গায়িকা অলিভিয়া রড্রিগো।

    গ্র্যামি জিতলেন জাকির হুসেন, শঙ্কর মহাদেবন
    ভারতীয় তবলাবাদক ওস্তাদ জাকির হোসেন ও সংগীতশিল্পী শঙ্কর মহাদেবনও এবার গ্র্যামি পুরস্কার জিতেছেন। চলতি বছর গ্র্যামিতে সেরা গ্লোবাল মিউজিক অ্যালবামের পুরস্কার পেয়েছে তাঁদের ব্যান্ড শক্তির অ্যালবাম দিস মোমেন্ট।

    গ্রামির মঞ্চে শঙ্কর মহাদেবনের সঙ্গে ‘শক্তি’ ব্যান্ডের আরেক সদস্য গণেশ রাজগোপালানকে পুরস্কার গ্রহণ করেছেন। পুরস্কার গ্রহণের পর শঙ্কর মহাদেবন বলেন, ‘পুরস্কারটি আমি আমার স্ত্রীকে উৎসর্গ করছি।’ এর বাইরে ‘পশতু’ গানের সঙ্গে সেরা গ্লোবাল মিউজিক পরিবেশনার পুরস্কার পেয়েছেন জাকির হোসেন। এতে তাঁর সঙ্গে রয়েছেন বেলা ফ্লেক ও এডগার মেয়ার। ভারতীয়দের মধ্যে বংশীবাদক রাকেশ চৌরাসিয়াও গ্র্যামি পুরস্কার পেয়েছেন।

    ডুয়ার পারফরম্যান্স
    ব্রিটিশ গায়িকা ডুয়া লিপার পারফরম্যান্সের জুড়ি নেই; মঞ্চে তিনি হাজির মানেই দর্শক মন্ত্রমুগ্ধ হয়ে থাকবেন। গ্র্যামির মঞ্চেও ব্যতিক্রম ছিল না। এদিন তিনি নিজের সর্বশেষ আলোচিত গান ‘হুডিনি’সহ তিনটি গান পারফর্ম করেন। এ ছাড়া ছিল সিজা, বিলি আইলিশ, অলিভিয়া রড্রিগো, ট্রাভিস স্কট প্রমুখের পারফরম্যান্স। এবারের গ্র্যামি সঞ্চালনা করেন ট্রের নোয়া।