Skip to content

নারায়ণগঞ্জে শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত ২৫

    নারায়ণগঞ্জে শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত ২৫ prothomasha.com

    নারায়ণগঞ্জের ফতুল্লায় বিসিক শিল্পনগরীতে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধকারী গার্মেন্ট শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। এ সময় প্রায় ১০টি গাড়ি ভাঙচুর ও সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা।  রোববার (২১ এপ্রিল) দুপুরে ঢাকা-মুন্সীগঞ্জ-নারায়ণগঞ্জ সড়কের শাসনগাঁও এলাকায় এ ঘটনায় ঘটে।

    পুলিশ ও স্থানীয়রা জানায়, সকাল সাড়ে ৯টায় ঢাকা-মুন্সীগঞ্জ আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে ক্রোনী গ্রুপের রপ্তানিমুখী পোশাক কারখানা অবন্তী কালার টেক্স লিমিটেডের কয়েকশ’ শ্রমিক। দুপুর ১২টার দিকে গত মার্চের বেতন না দিয়ে কারখানাটি দুইদিনের ছুটি ঘোষণা করে নোটিশ দিলে ক্ষুব্ধ হয়ে ওঠেন শ্রমিকরা। এ সময় যানবাহন ভাঙচুরসহ সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ শুরু করলে পুলিশ জলকামান দিয়ে পানি ছুড়ে ও লাঠিচার্জ করলে পাল্টা ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকেন শ্রমিকরা। এ সময় পুলিশ কয়েক রাউন্ড কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে।

    নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) জহিরুল ইসলাম জানান, জনগণের জানমাল রক্ষায় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।