নাটোরের বাগাতিপাড়ার লোকমানপুরে ভেঙ্গে যাওয়া রেল লাইন মেরামতের পর স্বাভাবিক হয়েছে রাজশাহী রুটের ট্রেন চলাচল। বুধবার (৮ মে) দুপুর দেড়টার দিকে থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে বলে জানান, মেরামতের দায়িত্বে নিয়োজিত রেলওয়ে কর্মী, শহিদুল ইসলাম। শহিদুল ইসলাম বলেন, দুপুর একটার দিকে ভেঙ্গে যাওয়া লাইনটি অপসারণ করে সেখানে নতুন আরেকটি রেল লাইন বসানো হয়। এরপর দুপুর দেড়টার দিকে পরিক্ষা নিরীক্ষার পরে স্বাভাবিক গতিতে ট্রেন চলাচল শুরু হয়।
এরআগে, নাটোরের আব্দুলপুর স্টেশনে থেকে রাজশাহী রেল পথের লোকমানপুরে এলাকায় রেললাইনের ৪ ইঞ্চি ভেঙ্গে যাওয়ায় ধীর গতিতে চলছিল ট্রেন। বুধবার সকালে বাগাতিপাড়ার লোকমানপুর এলাকায় স্থানীয়রা রেললাইনের ভাঙ্গা অংশটি দেখতে পান বলে জানিয়েছিলেন, পশ্চিমাঞ্চল রেলের (রাজশাহী) জিএম অসীম কুমার তালুকদার
অসীম কুমার তালুকদার বলেন, সকাল সাড়ে ৭টার দিকে পাবনা থেকে রাজশাহী গামী কমিউটার ট্রেনটি লোকমানপুর অতিক্রম করার আগে স্থানীয়রা লাইনে ভাঙ্গা দেখেতে পান। পরে এলাকাবাসী লোকমানপুর স্টেশন মাস্টারকে অবহিত করলে রেলওয়ে কর্মীরা গিয়ে রেললাইন মেরামত শুরু করেন। ৫০ বছরের পুরাতন লাইন তাই এমন ঘটেছে। ভাঙ্গা ওই স্থানটি দিয়ে বিশেষ কায়দায় (পাটের বস্তা দিয়ে) ১০ কিলোমিটার গতিতে ট্রেন চলাচল করছে। আর দুপুরের মধ্যে ভাঙ্গা স্থানটির মেরামত সম্পূর্ণ হবে বলে জানান, রেলের ওই কর্মকর্তা।