নাটোরের নলডাঙ্গায় স্কুলছাত্রীকে অপহরণ, ধর্ষণ ও পাচারের চেষ্টার পৃথক ধারায় হাফিজুল ইসলাম নামে এক ব্যক্তিকে দুবার যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া তাঁকে আরও ৪০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।আজ রোববার বেলা ১১টার দিকে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই রায় দেন।হাফিজুল ইসলাম নলডাঙ্গা উপজেলার বাঙ্গালখলসী গ্রামের কিয়ামত উল্লাহর ছেলে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ১৩ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে ভুক্তভোগী স্কুলছাত্রী প্রকৃতির ডাকে সাড়া দিতে বসতঘর থেকে বের হয়। এরপর দীর্ঘ সময় সে আর ফিরে না আসায় পরিবারের সদস্যরা তার খোঁজ শুরু করে।পরিবারের সদস্যরা প্রতিবেশীদের মাধ্যমে জানতে পারে, স্থানীয় হাফিজুল ইসলাম তাকে একটি ভ্যানে তুলে নিয়ে গেছেন। এরপর স্থানীয়রাসহ স্কুলছাত্রীর অভিভাবকেরা হাফিজুল ইসলামের বাড়িতে গিয়ে ঘটনাটি জানালে তারা ভুক্তভোগীকে ফিরিয়ে দেওয়ার আশ্বাস দেয়। কিন্তু এরপরও ভুক্তভোগীকে ফেরত না দেওয়ায় স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে পরের দিন হাফিজুল ইসলামসহ তিনজনের নামে একটি অপহরণ মামলা দায়ের করেন।
মামলা দায়েরের পর পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে এবং ভুক্তভোগী স্কুলছাত্রীকে হাফিজুলের হেফাজত থেকে উদ্ধার করে। পরে পুলিশ হাফিজুলকে অভিযুক্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করে। মামলার সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত আজ এই রায় দিয়েছেন।নাটোর জজ আদালতের স্পেশাল পাবলিক প্রসিকিউটর আনিসুর রহমান বলেন, রায়ে উল্লখ করা হয়েছে, একবার যাজ্জীবন কারাদণ্ড ভোগের পর আরেকবার যাবজ্জীবন কারাদণ্ড শুরু হবে। এই রায়ে বাদীপক্ষ সন্তুষ্ট।