Skip to content

নতুন সংস্করণ এনেছে বিজয় বায়ান্নো

    নতুন সংস্করণ এনেছে বিজয় বায়ান্নো prothomasha.com

    সম্প্রতি আনন্দ কম্পিউটার্স জনপ্রিয় বাংলা সফটওয়্যার বিজয় বায়ান্নোর নতুন সংস্করণ এনেছে। তাতে একাত্তর এনকোডিং টাইপ করার সুবিধাসহ হালনাগাদ ফন্ট ব্যবহার করা যাবে। ফলে ব্যবহারকারীরা কনভার্টারের মাধ্যমে সহজেই বিজয় ক্ল্যাসিক, বিজয় ইউনিকোড ও বিজয় একাত্তর এনকোডিংয়ে টাইপ করতে পারবেন।

    উইন্ডোজ অপারেটিং সিস্টেমে চলা সফটওয়্যারটির দাম ধরা হয়েছে ২৫০ টাকা। আর সেটি ঘরে বসেই আনন্দ কম্পিউটার্স থেকে কিনতে পারবেন। বিজয় বাংলা সফটওয়্যারের নির্মাতা আনন্দ কম্পিউটার্সের প্রধান মোস্তাফা জব্বার গণমাধ্যমকে জানান, গতকাল মঙ্গলবার বিজয় বায়ান্নো ২০২৪ সংস্করণ ওয়েবসাইটে আপলোড করা হয়েছে।

    এ ছাড়া আগের সংস্করণে থাকা বেশ কিছু ফন্টের সমস্যার সমাধান করা হয়েছে সফটওয়্যারটিতে। সুতন্বী এমজে ২৫৬টি আসকি কোডের মাধ্যমে চালু করা হয়েছিল। আসকি কোড হালনাগাদ করার ফলে নতুন সংস্করণটিতে ছয় শতাধিক কোড ব্যবহার করা হয়েছে। ফলে বেশ কিছু যুক্তাক্ষর আলাদাভাবে লেখা যাবে।