বিশ্বের জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর মধ্যে অন্যতম একটি ইনস্টাগ্রাম। অনেকেই ব্যক্তিগত বা প্রয়োজনীয় কাজে নিয়মিত এটি ব্যবহার করেন। এটি প্রতিনিয়ত নিজেকে আপডেট করে গ্রাহকের কাছে নিজের জনপ্রিয়তা আরও বাড়িয়ে তুলছে। সেই ধারাবাহিকতায় এবার মেটা মালিকানাধীন এই প্লাটফর্মটিতে যুক্ত হচ্ছে রিভিল নামের একটি ফিচার।
জানা গেছে, রিভিল নামের নতুন ফিচারের মাধ্যমে স্টোরি আপলোড করেও তা লুকিয়ে রাখা যাবে। সেই স্টোরি দেখতে হলে ফলোয়ারকে ডিএম অর্থাৎ ডিরেক্ট মেসেজ করতে হবে। এরপর আপনি অনুমতি দিলে সেই স্টোরিটি ফলোয়াররা দেখতে পাবেন। অর্থাৎ আপনার স্টোরি কে কে দেখতে পারবেন, তা সম্পূর্ণভাবে আপনার নিয়ন্ত্রণে থাকবে। তার আগে স্টোরি আপলোডের পদ্ধতি জেনে নেওয়া যাক।
যেভাবে এই স্টোরি আপলোড করতে হবে
স্টোরি তৈরি করার সময় সবার আগে স্টিকার আইকনে ক্লিক করতে হবে। সেখানেই রিভিল নামের আইকনটি খুঁজে পাবেন। সেটি সিলেক্ট করলেই স্টোরি সংক্রান্ত বিষয়টি সেখানে উল্লেখ করতে পারবেন। যাতে আপনার ব্লার স্টোরির আড়ালে কী লুকিয়ে রয়েছে, তার একটা ইঙ্গিত পাবেন আপনার ফলোয়াররা। স্ক্রিনের বামদিকের নিচের দিকে থাকা একটি প্রিভিউ আইকন থেকে এই স্টোরি ইউজাররা দেখতে পাবেন। আর আপনি সেই প্রিভিউতে ক্লিক করে দেখে নিতে পারবেন ব্যবহারকারীদের কাছে আপনার স্টোরিটি কীভাবে শো করবে। তবে স্টোরিটি দেখতে ইউজারদের ডিরেক্ট মেসেজ (ডিএম) করতে হবে।