Skip to content

নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল উত্তর কোরিয়া

    নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল উত্তর কোরিয়া prothomasha.com

    আবারও একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে উত্তর কোরিয়া। দেশটির পূর্ব উপকূলের দিকে এই ক্ষেপণাস্ত্রগুলো নিক্ষেপ করা হয়। দক্ষিণ কোরিয়া ও জাপান বলেছে, একটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সুবিধা উন্মোচন এবং পারমাণবিক অস্ত্রাগারকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দেওয়ার কয়েকদিন পরই ক্ষেপণাস্ত্রগুলো উৎক্ষেপণ করে তারা।

    দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ (জেসিএস) জানিয়েছে, রাজধানী পিয়ংইয়ংয়ের উত্তরে কাইচন থেকে স্থানীয় সময় সকাল ৬টা ৫০ মিনিটে ক্ষেপণাস্ত্রগুলো উত্তর-পূর্ব দিকে প্রায় ৪০০ কিলোমিটার (২৪৯ মাইল) উড়ে যায়। তবে ঠিক কতটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়েছে এবং সেগুলো কোথায় অবতরণ করেছে তা উল্লেখ করা হয়নি।

    এর আগে, বৃহস্পতিবার বেশ কয়েকটি স্বল্প-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল উত্তর কোরিয়া। দুই মাসেরও বেশি সময়ের মধ্যে এই ধরনের প্রথম উৎক্ষেপণ ছিল সেটি। তখন একটি নতুন ৬০০-এমএম রকেট সিস্টেমের পরীক্ষা চালিয়েছিল দেশটি।