শ্রীলঙ্কার বিপক্ষে গতকাল সোমবার সিরিজ নির্ধারণী ম্যাচে পায়ে টান লেগেছিল মোস্তাফিজুর রহমানের। স্ট্রেচারে করে মাঠ ছেড়েছিলেন বাঁহাতি পেসার। তার আগে ৯ ওভার বোলিং করে ৩৯ রানে গুরুত্বপূর্ণ দুটি উইকেট শিকার করেন মোস্তাফিজ। শ্রীলঙ্কাও আটকে যায় ২৩৫ রানে। রান তাড়ায় ইনিংসের ৫৮ বল বাকি থাকতেই ৪ উইকেটের জয় নিশ্চিত করে বাংলাদেশ। একইসঙ্গে সিরিজও জিতে নেয় স্বাগতিকরা। ম্যাচ শেষে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছিলেন, সুস্থ আছেন মোস্তাফিজ।
জাতীয় দলের দায়িত্ব শেষ হতে না হতেই নতুন ‘অ্যাসাইনমেন্ট’ পালন করতে দেশ ছাড়ছেন কাটার-মাস্টার। আগামী শুক্রবার শুরু হতে যাওয়া আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলবেন মোস্তাফিজ। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে মোস্তাফিজের চেন্নাই। এ ফ্রাঞ্চাইজি লিগে অংশ নিতে আজ মঙ্গলবার সকালে এক ফ্লাইটে ভারতের বিমান ধরেন বাংলাদেশি পেসার।
বিমানবন্দরে বসে থাকার একটি ছবি ফেসবুকে শেয়ার করে মোস্তাফিজ লিখেছেন, ‘নতুন অ্যাসাইনমেন্টের জন্য মুখিয়ে আছি, রোমাঞ্চিত। ২০২৪ আইপিএলে চেন্নাইয়ের হয়ে খেলতে যাচ্ছি। আমি যেন আমার সেরাটা দিতে পারি, এজন্য দোয়া করবেন।’আইপিএলে ২০১৬ সালে অভিষেকের পর থেকে এখন পর্যন্ত ৪৮ ম্যাচ খেলেছেন মোস্তাফিজ। ৩০.৭২ গড়ে ওভারপ্রতি ৭.৯৩ রান খরচ করে নিয়েছেন ৪৭ উইকেট। এবারের নিলাম থেকে ভিত্তিমূল্য ২ কোটি রূপিতে মোস্তাফিজকে দলে টেনেছে চেন্নাই।