Skip to content

দেশবাসীর উদ্দেশে যে বার্তা দিলেন ড. ইউনূস

    দেশবাসীর উদ্দেশে যে বার্তা দিলেন ড. ইউনূস prothomasa.com

    অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হতে যাচ্ছেন শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আগামীকাল সকালে তার দেশে ফেরার সম্ভাবনা রয়েছে। এর আগে দেশবাসীর উদ্দেশে বার্তা দিয়েছেন গ্রামীন ব্যাংক প্রতিষ্ঠাতা। আজ বুধবার ইউনূস সেন্টারে প্রকাশিত এই বার্তা প্রকাশিত হয়।ড. ইউনূস বলেন, ‘আমি সাহসী ছাত্রদেরকেঅভিনন্দন জানাই যারা আমাদের দ্বিতীয় বিজয় দিবসকে বাস্তবে রূপ দিতে নেতৃত্ব দিয়েছে এবং অভিনন্দন জানাই দেশের আপামর জনসাধারণকে যাঁরা ছাত্রদের এই আন্দোলনে পূর্ণ সমর্থন দিয়েছেন। আসুন আমরা আমাদের এই নতুন বিজয়ের সর্বোত্তম সদ্ব্যব্যবহার নিশ্চিত করি। আমাদের কোনো প্রকার ভুলের কারণে আমাদের এই বিজয় যেন হাতছাড়া হয়ে না যায়।’

    বার্তায় ড. ইউনূস সকলকে বর্তমান পরিস্থিতিতে শান্ত থাকতে এবং সব ধরনের সহিংসা এবং স্থাবর ও অস্থাবর সম্পদ বিনষ্ট করা থেকে বিরত থাকতে আহ্বান জানান। তিনি বলেন, ‘আমি ছাত্র ও দলমত নির্বিশেষে সকলকে শান্ত থাকার জন্য অনুরোধ করছি। আমাদের প্রিয় এই সুন্দর ও বিপুল সম্ভাবনাপূর্ণ দেশটিকে আমাদের নিজেদের ও পরবর্তী প্রজন্মের জন্য রক্ষা করা এবং একে এগিয়ে নিয়ে যাওয়াই এখন আমাদের প্রধান কাজ। একটি নতুন পৃথিবী বিনির্মাণে আমাদের তরুণরা প্রস্তুত। অকারণ সহিংসতা করে এই সুযোগটি আমরা হারাতে পারি না ‘সহিংসতা সকলেরই শত্রু উল্লেখ করে এই নোবেলবিজয়ী আরও বলেন, ‘অনুগ্রহ করে শত্রু সৃষ্টি করবেন না। সকলে শান্ত থাকুন এবং দেশ পুনর্গঠনে এগিয়ে আসুন। অনুগ্রহ করে নিজে শান্ত থাকুন এবং আপনার আশেপাশের সকলকে শান্ত থাকতে সহায়তা করুন।