Skip to content

দুপুরে ঢাকায় নেমে বিকেলেই সিলেটে শ্রীলংকা দল

    দুপুরে ঢাকায় নেমে বিকেলেই সিলেটে শ্রীলংকা দল prothomasha.com

    টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি; তিন সংস্করণের পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ঢাকায় পৌঁছেছে শ্রীলংকা দল। আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা পৌঁছানোর পর বিকেলের ফ্লাইটে সিলেট পৌঁছায় দলটি।প্রায় দশ বছর পর পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে এল শ্রীলংকা। এই সিরিজে তিনটি টি-টোয়েন্টি, তিনটি ওয়ানডে ও দুইটি টেস্ট খেলবে দুই দল। এর আগে সর্বশেষ ২০১৪ সালে বাংলাদেশের এসে তিন ধরনের ক্রিকেট খেলেছে লংকানরা। সেই সিরিজে ছিল দুইটি টেস্ট, দুইটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে।

    আগামী ৪ মার্চ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। সেই সিরিজ উপলক্ষে ঘোষিত ১৭ সদস্যের দলসহ ২৭ জনের বহর নিয়ে আজ বাংলাদেশে পা রেখেছে লংকানরা। যদিও ১ মার্চ আসার কথা ছিল তাদের। তবে একদিন আগেই চলে এল তারা।

    ৪ মার্চ প্রথম ম্যাচ হওয়ার পর বাকি দুই ম্যাচ হবে ৬ ও ৯ মার্চ, মাঠ একই। ওয়ানডে সিরিজের ম্যাচগুলো হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। ১৩,১৫ ও ১৮ মার্চ অনুষ্ঠিত হওয়ার কথা সেসব ম্যাচ। এরপর আবার সিলেটে ফিরবে দুই দল। ২২ মার্চ থেকে শুরু হওয়া প্রথম টেস্টটি হবে সিলেটে। আর ৩০ মার্চ থেকে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্ট হবে চট্টগ্রামে।

    প্রসঙ্গত, গতকাল বুধবার ১৭ সদস্যের টি-টোয়েন্টি দল ঘোষণা করে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। বাংলাদেশের বিপক্ষে এই সিরিজে শ্রীলংকা অধিনায়ক করেছে অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গাকে। তবে আম্পায়ারের সঙ্গে অসদাচরণের কারণে নিষিদ্ধ হাসারাঙ্গা খেলতে পারবেন না প্রথম দুইটি ম্যাচ। এই দুই ম্যাচে শ্রীলংকার নেতৃত্ব দেবেন চারিথ আসালাঙ্কা।