Skip to content

দুই ফেরির সংঘর্ষ, প্রাইভেটকারের ক্ষতিপূরণ দিল বিআইডব্লিউটিসি

    দুই ফেরির সংঘর্ষ, প্রাইভেটকারের ক্ষতিপূরণ দিল বিআইডব্লিউটিসি prothomasa.com

    ঘন কুয়াশার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে দুই ফেরির সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দু’টি প্রাইভেটকার ক্ষতিগ্রস্ত হয়।আজ মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের মাঝনদীতে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে ক্ষতিগ্রস্ত দু’টি প্রাইভেটকার ক্ষতিপূরণ দেয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

    ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মো. সালাহ উদ্দিন।রাজবাড়ীর চরখানখানাপুরের ক্ষতিগ্রস্ত প্রাইভেটকারের চালক এরশাদ বলেন, ‘সকাল পৌনে ৬টার দিকে পাটুরিয়া ঘাট থেকে ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর দৌলতদিয়ার উদ্দেশে রওনা হয়। সাড়ে ৬টার দিকে মাঝনদীতে ফেরি ভাষা শহীদ বরকত এসে ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরকে ধাক্কা দেয়। এতে আমার মাইক্রোবাস ও একটি প্রাইভেটকার ক্ষতিগ্রস্ত হয়। পরে প্রাইভেটকার চালককে ৫০ হাজার ও আমাকে ১৬ হাজার টাকা ক্ষতি পূরণ দেয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। ’

    এ বিষয়ে দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান মাহমুদ তুহিন বলেন, ‘ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের মাঝনদীতে ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর ও ফেরি ভাষা শহীদ বরকতের সংঘর্ষের ঘটনা ঘটে। বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ কুষ্টিয়ার প্রাইভেটকার চালক ফুয়াদ রেজাকে ৫০ হাজার টাকা এবং রাজবাড়ীর চরখানখানাপুরের মাইক্রোবাস চালক এরশাদকে ১৬ হাজার টাকা ক্ষতিপূরণ দিয়েছে।’