Skip to content

দীঘিনালায় বিপুল পরিমাণ অবৈধ কাঠ জব্দ

    দীঘিনালায় বিপুল পরিমাণ অবৈধ কাঠ জব্দ prothomasha.com

    খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কাঠ জব্দ করা হয়েছে। গতকাল রবিবার বিকেলে উপজেলা দীঘিনালা যুব উন্নয়ন অধিদপ্তরের সামনে থেকে অবৈধ কাট পাচারের সময় ২৫১.৩৮ ঘনফুট গোল সেগুন কাঠ জব্দ করা হয়।এদিকে একই দিনে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার জামতলী এলাকা থেকে অবৈধভাবে কাট পাচারের সময় ১৯৫.১৪ ঘনফুট কাঠ জব্দ করা হয়।

    দীঘিনালা সেনা জোনের টহল টিম ও নাড়াইছড়ি রেঞ্জ অফিসের যৌথ অভিযানে অবৈধভাবে পাচারকালে এ কাঠগুলো জব্দ করা হয়। ধারণা করা হচ্ছে, জব্দকৃত কাঠগুলোর আনুমানিক বাজার মূল্য ১২ লাখ টাকা। জব্দকৃত কাঠগুলো নাড়াইছড়ি রেঞ্জ অফিসের হেফাজতে রাখা হয়েছে।

    নাড়াইছড়ি রেঞ্জ কর্মকর্তা মো. মতিউর রহমান জানান, দীঘিনালা সেনা জোন ও নাড়াইছড়ি রেঞ্জ অফিসের পৃথকভাবে যৌথ অভিযানে অবৈধভাবে পাচারের সময় উল্লেখিত পরিমাণ কাঠগুলো জব্দ করা হয়। আইনানুগ ব্যবস্থায় জব্দ হওয়া কাঠগুলো নাড়াইছড়ি রেঞ্জ অফিসের হেফাজতে রাখা হয়েছে।