Skip to content

দাবদাহে স্বস্তি নিয়ে এলো এক পশলা বৃষ্টি

    দাবদাহে স্বস্তি নিয়ে এলো এক পশলা বৃষ্টি prothomasha.com

    কয়েকদিন থেকে বেড়েছে গড়মের দাপট। দাবদাহে অতিষ্ঠ হয়ে ওঠেছে জনজীবন। আজ মঙ্গলবার (১৬ এপ্রিল) দুপুরেও ঢাকায় তাপমাত্রার পারদ ছাড়িয়েছে ৩৮ ডিগ্রি। এমন অবস্থায় বৈশাখের বিকেলে ঢাকার বিভিন্ন এলাকায় নামে বৃষ্টি। দাবদাহে যা নগরবাসীর মাঝে এনে দিয়েছে স্বস্তি।বিকেল সোয়া ৩টার পর রাজধানীর মিরপুর, বারিধারা, বাংলামোটর, মালিবাগ এলাকায় বৃষ্টিপাত হয়েছে।

    এদিকে মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪০.৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়। গতকালের চেয়ে সর্বোচ্চ তাপমাত্রা বেড়েছে শূন্য দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। সোমবার খেপুপাড়ায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০.২ ডিগ্রি সেলসিয়াস।

    আজ রাজধানী ঢাকার তাপমাত্রাও কিছুটা বেড়েছে। ঢাকায় আজকে ৩৮.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা গতকাল ছিল ৩৭.৬ ডিগ্রি সেলসিয়াস। ২৪ ঘণ্টার ব্যবধানে রাজধানীতে শূন্য দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেড়েছে।