Skip to content

দরজায় নক করে ভেতরে প্রবেশ, জিম্মি করে মালপত্র লুট

    দরজায় নক করে ভেতরে প্রবেশ, জিম্মি করে মালপত্র লুট prothomasha.com

    বরিশালের উজিরপুরে ঘরে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার, টাকা ও মালপত্র লুট করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা সদরের একটি বাসায় এ ঘটনা ঘটে। বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের উপজেলা ব্যবস্থাপক অনিতা রানীর কর্মকারের ভাড়া বাসায় দুর্বৃত্তরা হানা দেয়। তিনি জানান, উজিরপুর উপজেলা সদরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স–সংলগ্ন একটি ভবনের দোতলায় তিনি সপরিবার থাকেন। গতকাল সকালে একাধিক অপরিচিত ব্যক্তি বাসা ভাড়া হবে কি না, তা জানতে চেয়েছিলেন। তাঁরা ঘরে ঢুকে কথাবার্তা বলে চলে যান। সন্ধ্যা পৌনে সাতটার দিকে তিনি বাসায় ছিলেন না। এ সময় দরজায় কে বা কারা নক করে। তাঁর ছয় বছরের মেয়ে অঙ্কিতা দরজা খুলে দেয়। তখন মুখোশ পরা ডাকাত দলের তিন সদস্য ধারালো অস্ত্র নিয়ে ঘরে প্রবেশ করে। তাঁর মা আশা রানী ও মামা ননী গোপালকে অস্ত্রের মুখে জিম্মি করে আলমারির চাবি নিয়ে নেয়। প্রায় এক ঘণ্টা তারা তাণ্ডব চালায়। ডাকাত দল চার ভরি স্বর্ণালংকার, ৮০০ টাকা, মুঠোফোন, হারমোনিয়ামসহ প্রায় পাঁচ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

    এ ঘটনায় আজ বুধবার সকাল পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি। উজিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. তৌহীদুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এটি সাধারণ চুরি নাকি দস্যুতা, তা তদন্ত করে দেখা হচ্ছে।