Skip to content

তার ছাড়াও চার্জ করা যায় এই ফোন

    তার ছাড়াও চার্জ করা যায় এই ফোন prothomasha.com

    পাঁচ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি-সুবিধার ‘নোট ৪০’ সিরিজের দুটি ফোন এনেছে ইনফিনিক্স। ‘ইনফিনিক্স নোট ৪০’ ও ‘ইনফিনিক্স নোট ৪০ প্রো’ মডেলের ফোন দুটিতে ২০ ওয়াটের তারহীন চৌম্বক (ম্যাগনেটিক) প্রযুক্তিনির্ভর চার্জিং প্রযুক্তি রয়েছে, ফলে তারের সংযোগ ছাড়াই দ্রুত চার্জ করা যায়। শুধু তা–ই নয়, ৪৫ ওয়াটের ফাস্ট চার্জিং প্রযুক্তি থাকায় তারের মাধ্যমে মাত্র ২৬ মিনিটে ৫০ শতাংশ পর্যন্ত চার্জ করা যায় ফোনগুলো। আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ইনফিনিক্স বাংলাদেশ।

    অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমে চলা ফোনগুলোর পর্দার আকার ৬.৭৮ ইঞ্চি। মিডিয়াটেক হেলিও জি৯৯ আলটিমেট প্রসেসরসহ ফোনগুলোর সামনে-পেছনে ৩২ ও ১০৮ মেগা পিক্সেলের ক্যামেরা রয়েছে। শক্তিশালী ক্যামেরার পাশাপাশি জুম সুবিধা থাকায় ফোনগুলোর মাধ্যমে দূরের দৃশ্যও ভালোভাবে ধারণ করা যায়।

    ৮ গিগাবাইট র‍্যাম ও ২৫৬ গিগাবাইট ধারণক্ষমতার ইনফিনিক্স নোট ৪০ ও ইনফিনিক্স নোট ৪০ প্রো মডেলের ফোন দুটির দাম যথাক্রমে ২৬ হাজার ৯৯৯ টাকা ও ৩০ হাজার ৯৯৯ টাকা। তবে ১২ গিগাবাইট র‍্যাম সুবিধার ইনফিনিক্স নোট ৪০ প্রো মডেলের ফোনটির দাম ধরা হয়েছে ৩৪ হাজার ৯৯৯ টাকা।