পবিত্র রমজান মাসে রোজাদারদের পছন্দের ইফতারে ফলমূলের মধ্যে তরমুজ বেশ জনপ্রিয়। কিন্তু এ বছর তরমুজ নিয়ে আলোচনা যেনো থামছেই না। দামের পারদ ঊর্ধ্বমুখী থাকার কারণে তরমুজের বাজারে ক্রেতার আনাগোনা তেমন একটা নেই বললেই চলে।প্রতি বছর পিস হিসেবে বিক্রি হওয়া তরমুজ এবার কেজি হিসেবে বিক্রি হচ্ছে।
প্রতি কেজি ১০০ টাকার কাছাকাছি বিক্রি হওয়ায় ক্রেতারা তরমুজ বয়কটের ডাক দিয়েছেন। এমনটিই জানিয়েছেন ভোক্তারা। শুধু তা-ই নয় বরং সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নেটিজেনরা তরমুজ বয়কটের ডাক দিয়েছেন। এই ভয়ে এখন বাজারে প্রতি কেজি তরমুজ ৪৫-৫০ টাকায় বিক্রি হলেও তা আর কিনছেন না ক্রেতারা।
অথচ ৪-৫ দিন আগেও তরমুজের কেজি ছিল ৬০-৬৫ টাকা। যেখানে গত সপ্তাহে প্রতি কেজি তরমুজ বিক্রি হয় ৯০ টাকার উপরে।বিক্রেতারা জানান, দেশের বিভিন্ন স্থান থেকে তরমুজ আসছে রাজধানীর বাজারে। এতে তরমুজের সরবরাহ বাড়লেও বাজারে পর্যাপ্ত ক্রেতা নেই। তরমুজের চড়া দামের কারণ নিয়ে তারা বলেন, এখন বাজারে শুধু ডোরাকাটা তরমুজ পাওয়া যাচ্ছে। ফলে বাড়তি ব্যয় এবং শ্রমিক খরচে কিছুটা চড়া তরমুজের বাজার। কিন্তু দাম কমতে শুরু করেছে।