রাজধানীতে গত শুক্রবার সকালে কয়েক ঘণ্টার বর্ষণে তৈর হয় তীব্র জলাবদ্ধতা। আজও অনেক এলাকা জলমগ্ন অবস্থায় রয়েছে। এ পরিস্থিতিতে মেগাসিটি ঢাকার বাতাসে দূষণ মাঝারি অবস্থায় রয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার।জলবায়ু পরিবর্তনসহ নানা কারণে দীর্ঘদিন ধরে বায়ুদূষণের কবলে রাজধানী ঢাকা। তবে মাঝে মাঝে বৃষ্টি হলে শহরটির বাতাসের মানের কিছুটা উন্নতি হয়। এবার ভারি বর্ষণের পরও রবিবার সকাল ১০টার দিকে আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, ৮৮ স্কোর নিয়ে ১৮ নম্বরে রয়েছে রাজধানী ঢাকা, যা দূষণের দিক থেকে মাঝারি হিসেবে বিবেচনা করা হয়।এদিকে একই সময়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ১৯৮ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর শহর। এছাড়া ১৮২ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা, ১৮০ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে চিলির রাজধানী সান্তিয়াগো, ১৬৩ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে চীনের সাংহাই শহর এবং পঞ্চম অবস্থানে থাকা ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার স্কোর ১৬১।