শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ এবং প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার ও এক দফা দাবিতে দেশের সব বিশ্ববিদ্যালয়ে আজ বিকেল ৩টায় বিক্ষোভ মিছিল করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এদিকে মহান স্বাধীনতাকে কটাক্ষ, রাজাকারের সাফাই এবং সাধারণ শিক্ষার্থী ও নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে দুপুরে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।
এছাড়া কোটা সংস্কার আন্দোলনের ন্যায্যতা ও শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে বর্বরোচিত হামলার প্রতিবাদে সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবে নাগরিক প্রতিক্রিয়া জানাবে কোটা সংস্কার আন্দোলন-২০১৮ এর সংগঠকবৃন্দ।
একই সঙ্গে কোটাব্যবস্থা বিষয়ে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা নিয়ে সকাল সাড়ে ১০টায় নয়া পল্টন কেন্দ্রীয় অফিসে সংবাদ সম্মেলন করবে ছাত্রদল।সেই সঙ্গে শিক্ষার্থীদের আন্দোলনের ওপরে সরকারি মদদে ছাত্রলীগের বেপরোয়া হামলা-নির্যাতনের প্রতিবাদে বেলা সাড়ে ৩টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করবে গণতন্ত্র মঞ্চ।