Skip to content

ঢাকায় আসতে পারছেন না কলকাতার শিল্পীরাও

    ঢাকায় আসতে পারছেন না কলকাতার শিল্পীরাও prothomasha.com

    শেখ হাসিনা সরকার পতনের পর কিছুটা দূরত্ব বেড়েছে দুই বাংলার সিনেমা ইন্ডাস্ট্রিতে। ভিসা জটিলতার কারণে হাতছাড়া হয়েছে ছোটপর্দার অভিনেত্রী তাসনিয়া ফারিণের কলকাতার সিনেমা। চিত্রনায়িকা পরীমণিও আছেন দুশ্চিন্তায়। শুটিং শেষ করলেও একই কারণে ‘ফেলুবকশি’ সিনেমার ডাবিংয়ে যেতে পারছেন না তিনি।

    এবার জানা গেল, ভিসা ও ওয়ার্ক পারমিট জটিলতার কারণে কলকাতার শিল্পীরাও ঢাকায় আসতে পারছেন না। দেশে শুটিং করার জন্য ওয়ার্ক পারমিটের আবেদনে করেও সাড়া পাচ্ছেন না তারা। ফলে ঢাকায় আসতে পারছেন না কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত ও স্বস্তিকা মুখার্জি। বিষয়টি নিশ্চিত করেছেন তাদের নিয়ে কাজ করতে যাওয়া নির্মাতারা।

    ‘আলতাবানু জোছনা দেখেনি’ সিনেমার নির্মাতা হিমু আকরাম জানান, তার এই সিনেমায় স্বস্তিকা মুখার্জি কাজ করবেন। শুটিং শুরুর কথা ছিল গেল ১ সেপ্টেম্বর। কিন্তু ওয়ার্ক পারমিট না পাওয়ায় শুটিংয়ে অংশ নিতে পারছেন না স্বস্তিকা।

    নির্মাতার কথায়, ‘সেপ্টেম্বরের শুরুতেই শুটিংয়ের পরিকল্পনা রেখেছিলাম। আমাদের সব কিছু প্রস্তুত। কিন্তু স্বস্তিকা মুখার্জি কলকাতা থেকে ঢাকায় এসে কাজ করার ওয়ার্ক পারমিট এখনও পাইনি। অনেক আগেই আবেদন করেছি। ভিসা প্রসেসিংয়েরও একটা জটিলতা আাছে। তাই সিনেমার কাজ শুরু করা যাচ্ছে না। বাধ্য হয়ে শুটিং আরও দুই মাস পেছাতে হচ্ছে। ওয়ার্ক পারমিটের অনুমতি কবে পাব সেটাও জানি না।’

    হিমু আকরাম আরও বলেন, ‘সিনেমার সব কিছুই চূড়ান্ত হয়ে আছে, সময় মতো শুটিং শুরু না হলে, আমাদের একটা ক্ষতির সম্মুখীন হতে হবে। আমরা এই পরিস্থিতি নিয়ে চিন্তিত।’

    এদিকে, আগস্টের শেষে রাশিদ পলাশের ‘তরী’ সিনেমার শুটিং শুরুর কথা ছিল। আর এতে অভিনয় করবেন ওপার বাংলার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। কিন্তু সেখানেও বাধ সেধেছে ওয়ার্ক পারমিট ও ভিসা সমস্যা।রাশিদ পলাশ বলেন, ‘দুই বাংলার কাজের ক্ষেত্রে কোনো সংকট তৈরি হোক আমরা তা চাই না। আমার মনে হয়, খুব দ্রুতই সংকট কেটে যাবে এবং আশা রাখছি কাজটিও ভালো করেই শেষ করতে পারব।’