Skip to content

ড. ইউনূসকে স্বাগত জানাতে বিমানবন্দরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা

    ড. ইউনূসকে স্বাগত জানাতে বিমানবন্দরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা prothomasha.com

    অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে আজ বৃহস্পতিবার রাত ৮টায় শপথ নিতে পারেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। আজ বৃহস্পতিবার দুপুর ২টা ১০ মিনিটে ড. মুহাম্মদ ইউনূসের ঢাকায় পৌঁছার কথা রয়েছে।এদিকে ড. মুহাম্মদ ইউনূসকে স্বাগত জানাতে বিমানবন্দরে হাজির হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। এর আগে দুপুর ১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে তারা রওনা দেযন।এর আগে ড. মুহাম্মদ ইউনূসকে স্বাগত জানাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও আগ্রহী ছাত্র-জনতাকে বিমানবন্দরে উপস্থিত থাকার আহ্বান জানান সমন্বয়ক আসিফ মাহমুদ। তিনি বুধবার রাত ১২টা ২৩ মিনিটে ফেসবুকে এক পোস্টে লেখেন, ‘আগামীকাল দুপুর ২টায় বাংলাদেশে পৌঁছাবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন তিনি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কবৃন্দ ও আগ্রহী ছাত্র-জনতাকে তাকে স্বাগত জানাতে উপস্থিত থাকার আহ্বান জানাচ্ছি। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে অবস্থানের আহ্বান থাকবে।