Skip to content

ডলার দিয়ে ঘাম মুছে তোপের মুখে পাকিস্তানের ক্রিকেটার আজম খান

    ডলার দিয়ে ঘাম মুছে তোপের মুখে পাকিস্তানের ক্রিকেটার আজম খান prothomasha.com

    টাকা দিয়ে ঘাম মুছছেন পাকিস্তানের ক্রিকেটার আজম খান, আর সেটি ভিডিও করছেন দলটির অন্য ক্রিকেটাররা, চলছে হাসাহাসি। সম্প্রতি এমন একটি ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। আর তাতে খেপেছেন অনেক ক্রিকেটভক্ত। পাকিস্তানের জটিল অর্থনৈতিক পরিস্থিতিতেও তাদের এমন আচরণ মেনে নিতে পারছেন না সমর্থকরা ভিডিওটি ধারণ করা হয় ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচের আগে। সেখানে দেখা যায়, হাতে মার্কিন ডলারের কয়েকটি নোট ধরে আছেন আজম। ঘটনাটির ভিডিও ধারণ করছিলেন বাবর। এক পর্যায়ে আজম খানকে বাবর জিজ্ঞেস করেন, ‘কী হয়েছে আব্বা?’ ডলার দিয়ে কপালের ঘাম সরানোর অভিনয় করে আজম উত্তর দেন ‘এখানে অনেক গরম।’ তখন চারপাশ থেকে অট্টহাসিতে ফেটে পড়েন পাকিস্তানের অন্য ক্রিকেটাররা।

    যাইহোক, আপাতদৃষ্টিতে হাস্যরসাত্মক এই কর্মকাণ্ডও মানতে পারছেন অনেক ভক্ত। পাকিস্তানের গুরুতর অর্থনৈতিক অসুবিধা এবং খাদ্য ঘাটতি তুলে ধরে এই ঘটনার সমালোচনা করছেন তারা।   সামাজিক যোগাযোগমাধ্যমে একজন লেখেন, ‘পাকিস্তানের খেলাধুলার ইতিহাসে বিরল কিছু ঘটনা ব্যতীত, একটি ছোট বাচ্চা যে কিছু শিখবে সেই ক্যারিশমা, ছাপ কিংবা প্রভাব কারো (কোনো খেলোয়াড়ের নেই।’ বর্তমানে অনেকটাই আশাহীন।’

    ভিডিও দেখুন এখানে

    এই ঘটনার প্রসঙ্গে টেনে অন্য আরেকজন শিক্ষার ওপর গুরুত্ব দিয়ে বলেন, ‘এই কারণেই আমরা সবসময় বলি মৌলিক শিক্ষা অপরিহার্য। এই লোকেরা (ক্রিকেটাররা) বিশ্ব ভ্রমণ করে কিন্তু মৌলিক মানবিক মূল্যবোধ শিখে না। আন্তর্জাতিক মঞ্চে পাঠানোর আগে তাদের স্কুলে পাঠান।’কিছু ভক্ত ক্রিকেটারদের সংবেদনশীলতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন, ‘পাকিস্তানে খাদ্য সংকটের কারণে মানুষ মারা যাচ্ছে, আর এই লোক (আজম খান) তাদের অর্থ দান করার পরিবর্তে, গরিব মানুষদের উপহাস করার জন্য ছাদের নীচে বসে ইন্টারেট ওয়াইফাই এবং দামি মোবাইলে অর্থ ব্যয় করছে।’