টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার প্রথম ম্যাচে খেলার জন্য ফিট ঘোষণা করা হয়েছে অধিনায়ক মিচেল মার্শকে। তবে অস্ট্রেলিয়ার প্রথম ম্যাচে তিনি বোলিং করতে পারবেন না। অস্ট্রেলিয়ার কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড জানিয়েছেন এ কথা। যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে আগামীকাল থেকে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ৬ জুন বার্বাডোজে নিজেদের প্রথম ম্যাচে ওমানের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া।
হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় গত এপ্রিলে আইপিএল রেখে দেশে ফিরেছিলেন মার্শ। তারপর ত্রিনিদাদে বিশ্বকাপের দুটি প্রস্তুতি ম্যাচ খেলার আগপর্যন্ত আর মাঠে নামতে পারেননি। তবে এ দুটি প্রস্তুতি ম্যাচেও প্রতিপক্ষের পুরো ইনিংসে ফিল্ডিং করেননি মার্শ। বোলিংয়ে ফিরবেন কবে, সেটি এখনো অনিশ্চিত।
অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম ক্রিকেটডটকমডটএইউকে ম্যাকডোনাল্ড বলেছেন, ‘মিচের জন্য এটা (প্রস্তুতি ম্যাচ) ছিল শরীরটা কী অবস্থায় আছে, সেটার বোঝার। সে বেশি ওভার ফিল্ডিং করেছে। আরেকটু ভালোভাবে দৌড়াদৌড়ি করতে পেরেছে। অর্থাৎ ধীরে ধীরে আত্মবিশ্বাস ফিরে পাচ্ছে। মনে হচ্ছে প্রথম ম্যাচের জন্য সে প্রস্তুত। দ্বিতীয় অংশ হলো, সে কবে বোলিংয়ে ফিরবে…প্রথম ম্যাচে তা হচ্ছে না।’অবসর নেওয়া অ্যারন ফিঞ্চের জায়গায় গত মাসে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দলে অধিনায়কের দায়িত্ব পান মার্শ। নামিবিয়ার বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচে ১৪ বলে ১৮ করেছিলেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ৪ বলে ৪ রান করেন।মার্শের পুরো ফিটনেস ফিরে পাওয়া নিয়েই এখন ভাবছে অস্ট্রেলিয়া। তবে আইপিএলের কারণে অস্ট্রেলিয়ার দুটি প্রস্তুতি ম্যাচে খেলতে পারেননি ট্রাভিস হেড, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, গ্লেন ম্যাক্সওয়েল ও ক্যামেরন গ্রিন। বার্বাডোজে তাঁরা অস্ট্রেলিয়া স্কোয়াডের সঙ্গে যোগ দেবেন।অস্ট্রেলিয়ার কোচ ম্যাকডোনাল্ড এ নিয়ে বলেছেন, ‘দলকে একসূত্রে গাঁথতে পর্যাপ্ত সময় আছে হাতে। এই দলে সবাই একে অপরের পরিচিত। একসঙ্গে অনেক খেলেছে। ওরা একসঙ্গে অনেক ম্যাচ না খেললে প্রস্তুতিটা অন্য রকম হতো। এখন শুধু একাদশ ঠিক করতে হবে। হাতে বিকল্পও আছে।’