Skip to content

টি-টোয়েন্টির পরিসংখ্যানে বাংলাদেশ-ভারত

    টি-টোয়েন্টির পরিসংখ্যানে বাংলাদেশ-ভারত prothomasha.com

    ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। আজ রবিবার গোয়ালিয়রে ভারত ও বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে মাঠে গড়াচ্ছে সিরিজ।

    আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ভারতের বিপক্ষে ১৪ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ দল। তাতে জয় মাত্র একটি। সেটি এসেছিল ২০১৯ সালে, দিল্লিতে। সবশেষ ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে দেখা হয়েছিল তাদের। ওয়েস্ট ইন্ডিজের নর্থ সাউন্ডে সে ম্যাচে ৫০ রানে হেরেছিল বাংলাদেশ। আর ভারতের মাটিতে ২০১৯ সালের পর ফের মুখোমুখি হচ্ছে দুদল।

    টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ভারত ম্যাচ দিয়েই এই সংস্করণে মাঠে নামছে বাংলাদেশ। সবশেষ খেলা ৩ ম্যাচেই হারের তেতো স্বাদ পেয়েছেন টাইগাররা। তবে এবার হারের বৃত্ত ভাঙতে চায় বাংলাদেশ।

    অবশ্য এবার ‘অচেনা’ ভেন্যু মধ্যপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের (এমপিসিএ) মাঠ শ্রীমন্ত মাধবরাও সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়াম বা গোয়ালিয়র আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলবে বাংলাদেশ। ভারত-বাংলাদেশ ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হতে যাচ্ছে এ মাঠের।