হলিউডের জনপ্রিয় সিনেমা ‘টাইটানিক’ ও ‘লর্ড অব দ্য রিংস’ খ্যাত অভিনেতা বার্নার্ড হিল (৭৯) মারা গেছেন। স্থানীয় সময় রোববার (৫ মে) ভোরে তার মৃত্যু হয়েছে। বর্ষীয়ান এ অভিনেতার মৃত্যুর তথ্য তার মুখপাত্র লু কুলসন নিশ্চিত করেছেন সংবাদমাদ্যমকে।
তিনি জানান, রোববার মৃত্যু হয়েছে বার্নার্ড হিলের। বার্নার্ড হিল ‘টাইটানিক’ ও ‘লর্ড অব দ্য রিংস’ সিনেমায় অভিনয় করে খ্যাতি লাভ করেছিলেন। ১৯৯৭ সালে মুক্তিপ্রাপ্ত অস্কারজয়ী সিনেমা টাইটানিকে ক্যাপটেন এডওয়ার্ড স্মিথ এবং লর্ড অব দ্য রিংসে কিং থিওডেনের ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। পৃথক দুটি চরিত্রের মাধ্যমে দর্শক হৃদয়ে জায়গা করে নেন বার্নার্ড হিল। এ অভিনেতা যুক্তরাজ্যের ম্যানচেস্টারের বাসিন্দা।