Skip to content

টাইগারদের বিশ্বকাপ স্কোয়াড নিয়ে যা বললেন মাশরাফী

    টাইগারদের বিশ্বকাপ স্কোয়াড নিয়ে যা বললেন মাশরাফী prothomasha.com

    দরজায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বৈশ্বিক এই শুরুর আগে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা। ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রের মাটিতে পা রেখেছে লাল-সবুজের প্রতিনিধিরা। টাইগারদের বিশ্বকাপ স্কোয়াড নিয়ে মুখ খুললেন সাবেক অধিনায়ক মাশরাফী বিন মর্তুজা।

    সোমবার (২০ মে) মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হন সাবেক এই অধিনায়ক। বিশ্বকাপে বাংলাদেশের ভালো সম্ভাবনা আছে বলে মনে করেন সাবেক এই টাইগার অধিনায়ক। তিনি বলেন, আশা তো অবশ্যই ভালো কিছু করবে। তিনি আরও বলেন, এখনও বিশ্বকাপের স্কোয়াড দেখেননি মাশরাফী। (স্কোয়াড) দেখি নাই, জানি না আমি। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ আশা করছে যে বাংলাদেশ ভালো করবে, যেখানেই যায়, যেভাবে যায়।