Skip to content

জার্মানি-নেদারল্যান্ডসের হাইভোল্টেজ ম্যাচে জয় পায়নি কেউ

    জার্মানি-নেদারল্যান্ডসের হাইভোল্টেজ ম্যাচে জয় পায়নি কেউ prothomasha.com

    উয়েফা নেশন্স লিগের হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয়েছিল জার্মানি ও নেদারল্যান্ডস। তবে রোমাঞ্চকর ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে। ফলে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ল দুদল।মঙ্গলবার রাতে আমস্টারডামের ইয়োহান ক্রুইফ অ্যারেনায় ‘এ’ লিগের তিন নম্বর গ্রুপের ম্যাচে টিয়ানি রেইন্ডার্স ডাচদের এগিয়ে নেওয়ার পর সমতা টানেন ডেনিজ উন্দাভ। জসুয়া কিমিখের গোলে জার্মানরা এগিয়ে যাওয়ার পর সমতা ফেরান ডেনজেল ডামফ্রিস। যেখানে দুই দলই জয়ে আসর শুরুর পর দ্বিতীয় ম্যাচে পয়েন্ট হারাল।

    এদিন ম্যাচের মাত্র ১ মিনিট ৩৯ সেকেন্ডেই জার্মানির জালে বল পাঠিয়ে ডাচ সমর্থকদের উল্লাসের উপলক্ষ এনে দেন রেইন্ডার্স। মাঝমাঠ থেকে বল বাড়ান রায়ান গ্রাভেনবার্চ। অফসাইডের ফাঁদ এড়িয়ে বল ধরে বক্সে ঢুকে গোলরক্ষকের দুই পায়ের ফাঁক দিয়ে ঠিকানা খুঁজে নেন রেইন্ডার্স।

    ৩৮তম মিনিটে বক্সে ঢুকে ফ্লোরিয়ান ভিরৎজের নেওয়া শট বার্ট ভেরব্রুখেন ফিরিয়ে দেওয়ার পর জোরাল হাফ ভলিতে সমতা ফেরান উন্দাভ। জাতীয় দলের হয়ে স্টুটগার্টের ২৮ বছর বয়সী এই ফরোয়ার্ডের চার ম্যাচে প্রথম গোল এটি।

    এরপর প্রথমার্ধের যোগ করা সময়ে জার্মানিকে এগিয়ে নেন অধিনায়ক কিমিখ। সতীর্থের ক্রসে দূরের পোস্টে ডাভিড রাউম দারুণ স্লাইডে বল পাঠান ছয় গজ বক্সের বাইরে। উন্দাচের প্রচেষ্টা এক ডিফেন্ডার ঠেকালেও, কাছ থেকে বল জালে পাঠান অরক্ষিত কিমিখ।ডাচরা অবশ্য দ্বিতীয়ার্ধের শুরুতেই সমতায় ফেরে। ৫০তম মিনিটে বক্সের ভেতর বাঁ দিক থেকে ব্রায়ান ব্রবির পাস পেয়ে কাছ থেকে লক্ষ্যভেদ করেন ডামফ্রিস।খেলার বাকি সময়ে দুই দলই সুযোগ পায় একাধিক, তবে কাজে লাগাতে পারেনি কেউই।