শক্তিশালী জার্মানিকে গোলশূন্য ব্যবধানে রুখে দিয়েছে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন। যদিও ২০১৬ সাল থেকে ক্রমেই খারাপ হতে থাকা দলটির পারফরম্যান্স সেভাবে আর ফিরে আসেনি। সবশেষ গত দুই বিশ্বকাপে গ্রুপ পর্বেই শেষ হয় তাদের পথচলা।
বেশ কয়েক বছরের হতাশা কাটিয়ে অবশ্য এই বছরের শুরুটা বেশ ভালো হয় জার্মানদের। গত মার্চের দুই প্রীতি ম্যাচে ফ্রান্সকে ২-০ গোলে হারানোর পর নেদারল্যান্ডসের বিপক্ষে ২-১ গোলে জেতে ইউলিয়ান নাগেলসমানের দল। তবে দেশের মাটিতে ইউরো শুরুর দিন দশেক আগে ইউক্রেনের বিপক্ষে এই ফল দলটির জন্য ভীষণ বাজেই বটে।
এদিন আক্রমণে অবশ্য জার্মানি বেশ এগিয়ে ছিল। ৬০ শতাংশের বেশি সময় বল দখলে রেখে গোলের জন্য ২৭টি শট নেয় তারা, যার মধ্যে লক্ষ্যে ছিল পাঁচটি। কিন্তু কাঙ্ক্ষিত গোলের অপেক্ষা ফুরায়নি। বিপরীতে ইউক্রেইন গোলের জন্য ছয় শট নিয়ে তিনটি লক্ষ্যে রাখতে পারে।যদিও এই ম্যাচে জার্মানি দলে পায়নি চ্যাম্পিয়নস লিগের দুই ফাইনালিস্ট রিয়াল মাদ্রিদ ও বরুশিয়া ডর্টমুন্ডের খেলোয়াড়দের। তাই টনি ক্রুসের মতো অভিজ্ঞ খেলোয়াড়রা ফিরলে ভালো কিছু হবে, সেই আশা করতে পারে জার্মানি।