জাপানে শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে। জারি করা হয়েছে সুনামি সতর্কতা। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস এর তথ্য অনুযায়ী রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ১। তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।আজ বৃহস্পতিবার ৩টা ৪২ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়।দেশটির আবহাওয়া সংস্থা কিউশুর পূর্ব ও দক্ষিণ উপকূল এবং শিকোকুর দক্ষিণ উপকূলে সুনামি সতর্কতা জারি করেছে। সমুদ্র ১ মিটার উঁচু হয়ে উপকূলে আঘাত হানতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে। উপকূলীয় এলাকা, নদী বা হ্রদের কাছাকাছি বসবাসকারীদের অবিলম্বে নিরাপদ স্থানে চলে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।এর আগে বলা হয়েছে ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৯, এরপর তা সংশোধন করে জানানো হয় ভূমিকম্প আরও শক্তিশালী ছিল।