Skip to content

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে হত্যার হুমকি

    জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে হত্যার হুমকিprothomasha.com

    জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহকে দুষ্কৃতকারীরা হত্যার হুমকি দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার সকাল ১০টার দিকে টেলিফোনে অজ্ঞাত স্থান থেকে হত্যার হুমকি দেওয়া হয় তাকে।

    এ বিষয়ে ওই বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (আইন শৃঙ্খলা বিভাগ) এইচ.এম মাসুদ রানা বাদী হয়ে ধানমন্ডি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। এছাড়া হত্যার হুমকির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী, শিক্ষার্থীসহ দেশের অনেক বরেণ্য শিক্ষাবিদ।

    এ বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. আমানুল্লাহ মঙ্গলবার দুপুরে যুগান্তরকে জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের তিনি যোগদানের পর বিভিন্ন সংস্কার কার্যক্রমের উদ্যোগ গ্রহণ করেছেন। কর্মকর্তা ও কর্মচারীদের সব বৈষম্য দূরীকরণের পদক্ষেপ, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ দুর্নীতি রোধ, বিগত সময়ের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের সিদ্ধান্ত গ্রহণসহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজের গভর্নিং বডি গঠন এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছেন। ফলে অধিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো যখন সুফল পেতে শুরু করেছে ঠিক সেই সময় একটি স্বার্থান্বেষী মহল এ সংস্কার ও সার্বিক উন্নয়ন কার্যক্রমকে ব্যর্থ করার চেষ্টা করছে। সম্ভবত এরই অংশ হিসেবে সোমবার শ্রীলংকার একটি নাম্বার থেকে অজ্ঞাত ব্যক্তি তাকে গুলি করে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে ওই সাধারণ ডায়েরিতে (জিডি) উল্লেখ করেন।