সুনামগঞ্জের দিরাই উপজেলায় ফুটবল খেলার সময় দুই কিশোরের ঝগড়া হয়। এরপর ঝগড়ার মীমাংসার জন্য ডাকা সালিসি বৈঠকে দুই পক্ষের সংঘর্ষ হয়। এ ঘটনায় নারী, শিশুসহ উভয় পক্ষের প্রায় অর্ধশত মানুষ আহত হয়েছেন। দিরাই উপজেলার রাজানগর ইউনিয়নের ধাপকাই গ্রামে গতকাল মঙ্গলবার রাতে এই ঘটনা ঘটে।
এই সংঘর্ষে গুরুতর আহত এখলাছুর রহমান (৩৫), ফুল মিয়া (২২), কামাল হোসেন (৩৫), জাহিদ হাসান (১০), সুহেনা (১১), আলতাব মিয়া (৬০), হাদিস মিয়া (৫০) ও কাওসার মিয়াকে (১৮) সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া হাফিজ মিয়া, একলাছ মিয়া, কামাল মিয়া, জাহেদ মিয়া, কাওছার মিয়া, আলমগীর হোসেন, হাফছা বেগম, সুফিয়া বেগম, জসিম উদ্দিন, আবদুস সাত্তার, কিবরিয়া, আসাদ মিয়া, মর্জিন বেগম, মনির মিয়া, দবির মিয়া, জামাল উদ্দিন, বিল্লাল হোসেন ও ইয়াসিন মিয়াকে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা যায়, গ্রামের সামনের মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে আলতাফ মিয়া পক্ষের আজাদের ছেলে ও মাসুক মিয়ার পক্ষের এরশাদের ছেলের মধ্যে ঝগড়া হয়। বিষয়টি নিয়ে ইউপি সদস্য রেনু মিয়া ও গ্রামের মুরব্বিদের মধ্যস্থতায় গতকাল তারাবিহর নামাজের পর সালিসি বৈঠক বসে। বৈঠক চলা অবস্থায় উভয়পক্ষের লোকজনের মধ্যে কথা–কাটাকাটি, একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। এতে উভয় পক্ষে অন্তত ৫০ জন আহত হন। পরে খবর পেয়ে দিরাই থানার পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে। দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, তুচ্ছ বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে এ ঘটনা ঘটেছে। গ্রামের পরিবেশ এখন শান্ত। থানায় এখনো কোনো পক্ষই অভিযোগ করেনি।