Skip to content

চিনি আনতে গিয়ে বন্যহাতির আক্রমণে যুবকের মৃত্যু

    চিনি আনতে গিয়ে বন্যহাতির আক্রমণে যুবকের মৃত্যু prothomasha.com

    ময়মনসিংহের ধোবাউড়ায় সীমান্ত এলাকা দিয়ে চিনি আনার সময় হাতির আক্রমণে আইনু মিয়া (৪০) নামে চোরাকারবারি নিহত হয়েছেন।শুক্রবার (২২ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঘোষগাঁও ইউনিয়নের জিগাতলা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আইনু মিয়া ওই গ্রামের মৃত শামসুল হকের ছেলে।ঘোষগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হারুন অর রশিদ এই তথ্য নিশ্চিত করেছেন।

    স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য আ. শহিদ মিয়া বলেন, সম্প্রতি ভারত থেকে চোরাইপথে প্রতিদিনই চিনি আসছে। শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে সীমান্ত এলাকা দিয়ে গারো সম্প্রদায়ের লোকজন চিনির বস্তা আইনু মিয়ার হাতে তুলে দেন। আইনু বাইসাইকেলে চিনি নিয়ে ফেরার সময় হাতির সামনে পড়েন। হাতি দেখে দৌড়ে পালাতে চাইলেও শেষরক্ষা হয়নি তার। হাতি শুঁড় দিয়ে পেঁচিয়ে তার এক পা শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলে। এতে ঘটনাস্থলেই আইনু মিয়া মারা যান। হাতি চলে গেলে স্থানীয়রা টের পেয়ে আইনু মিয়ার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।

    চেয়ারম্যান মো. হারুন অর রশিদ বলেন, চোরাই চিনি আনতে গিয়ে হাতির আক্রমণে পা বিচ্ছিন্ন হয়ে আইনু মিয়া মারা গেছেন।এ বিষয়ে জানতে ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মোহাম্মদ চান মিয়া বলেন, স্থানীয়দের কাছ থেকে শুনেছি সে খেতে পানি দিতে গিয়ে হাতির আক্রমণে মারা গেছে। তবে সে এলাকাটি সীমান্তবর্তী হওয়ায় চোরাকারবারির সঙ্গে অনেকেই জড়িত। সেও থাকতে পারে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।