ভারতের ৭০তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেওয়া হল গত মঙ্গলবার। এদিন চতুর্থবারের জন্য জাতীয় পুরস্কার হাতে তুলে নিলেন বলিউডের অভিনেতা মনোজ বাজপেয়ী। তিনি এবার ‘গুলমোহর’ সিনেমায় অভিনয়ের জন্য এ সম্মাননা পেলেন।পুরস্কার নিতে এসে আবেগঘন হয়ে এ অভিনেতা নিজেকে ভাগ্যবান বলে দাবি করেন।
কারণ, একবার নয়, দুইবার বার, সর্বমোট চারবার জাতীয় পুরস্কার পেয়েছেন মনোজ বাজপাই। তাই এদিন পুরস্কার নিতে যাওয়ার আগে সামাজিক মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন মনোজ। সেই ভিডিও বার্তায় মনোজ বলেন, ‘আমি এর আগে যখন তিনবার এই পুরস্কার পেয়েছি তখনও আমার প্রতিক্রিয়া যা ছিল, চতুর্থবারও এই পুরস্কার পেয়ে আমার প্রতিক্রিয়া এক। আমি যখন প্রায় আশা ছেড়ে দিয়েছিলাম ভাবতাম ইস, যদি এটা একবার জীবনে পাই তাহলে আমার জীবন ধন্য হয়ে যাবে।’
তিনি আরও বলেন, ‘আজ ঈশ্বরের আশীর্বাদে গুলমোহরের জন্য আমি এটা চতুর্থবার পেলাম। তাই শিল্পী হিসেবে আমি নিজেকে অত্যন্ত ভাগ্যবান মনে করছি চতুর্থবার জাতীয় পুরস্কার পাওয়ার জন্য।প্রসঙ্গত, ‘গুলমোহর’ ৭০তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে ৩টি পুরস্কার জিতেছে। এ সিনেমায় মনোজের সঙ্গে আরও অভিনয় করেছেন বর্ষীয়ান অভিনেত্রী শর্মিলা ঠাকুর, সুজর শর্মা, কাবেরী শেঠ এবং অমোল পালেকার।