Skip to content

গ্রামের ফার্মেসিতে অপচিকিৎসায় নবজাতকের মৃত্যু, ভুয়া চিকিৎসকের ২ বছরের জেল

    গ্রামের ফার্মেসিতে অপচিকিৎসায় নবজাতকের মৃত্যু, ভুয়া চিকিৎসকের ২ বছরের জেল prothomasha.com

    মেহেরপুরের গাংনীতে ওষুধের দোকানির অপচিকিৎসায় এক নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার মোহাম্মদপুর গ্রামের হালিমা ফার্মেসিতে চিকিৎসা নিয়ে ওই নবজাতকের মৃত্যু হয়। এ ঘটনায় স্বজনদের অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে ওই দোকানিকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি ওই ফার্মেসি বন্ধ করে দেওয়া হয়। দণ্ড পাওয়া দোকানির নাম সুজন মিয়া (২৪)। তিনি উপজেলার মটমুড়া ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে। তাঁর বড় ভাই শরিফুল ইসলাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি মেডিকেল কর্মকর্তা। এসএসসি পাসের পর ভাইয়ের মালিকানাধীন ফার্মেসিতে বসতেন সুজন। ভাইয়ের অবর্তমানে ওই নবজাতককে চিকিৎসা দেন। এতে নবজাতকটি মারা যায় বলে স্বজনেরা অভিযোগ করেন।