Skip to content

গ্রামীণ ব্যাংকে কুমিল্লা জোনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

    গ্রামীণ ব্যাংকে কুমিল্লা জোনের মতবিনিময় সভা অনুষ্ঠিত prothomasha.com

    গ্রামীণ ব্যাংকের সার্বিক কার্যক্রমকে আরও বেগবান করতে প্রতিষ্ঠানটির কুমিল্লা জোনের সকল স্তরের কর্মীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার কুমিল্লা পুলিশ লাইন্স শহীদ আর. আই. এ. বি. এম আব্দুল হালিম মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।জোনাল ম্যানেজার এস.এম. আশেকুর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অধ্যাপক ড. এ কে এম সাইফুল মজিদ। জলবায়ু পরিবর্তনজনিত বিরূপ প্রভাব মোকাবেলায় বৃক্ষরোপণের প্রতি আহ্বান জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. এ কে এম সাইফুল মজিদ বলেন, বর্তমান সময়ে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করে গ্রামীণ ব্যাংকের সুনাম বাড়ানোর লক্ষ্যে আমাদের আরও নতুন নতুন কাজ করতে।  গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নূর মোহাম্মদ বলেন, ঋণগ্রহীতা প্রতিটি সদস্যর সর্বোচ্চ সেবা প্রদান নিশ্চিত করে আমানত বৃদ্ধি, অনিয়মিত ঋণ আদায়ে সচেষ্ট থাকতে হবে।সম্মানিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নূর মোহাম্মদ, বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক প্রদীপ কুমার সাহা, শাখা পরিচালনা বিভাগ পূর্বাঞ্চলের বিভাগ প্রধান আঞ্জু আরা বেগম, গ্রামীণ ব্যাংকের প্রধান আইন উপদেষ্টা ব্যারিস্টার মাসুদ আখতার । এ ছাড়া সভায় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ কুমিল্লা অঞ্চলের গ্রামীণ ব্যাংকের ৭৬টি শাখার ৬০০জন কর্মকর্তা-কর্মচারী অংশ নেন।