Skip to content

গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজধানীতে স্বস্তি

    গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজধানীতে স্বস্তি prothomasha.com

    টানা কয়েক দিনের তাপ প্রবাহে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছিল। তবে মৌসুমি বায়ুর প্রভাবে আজ সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি নেমেছে ঢাকায়। এতে অফিসগামী মানুষের কিছুটা ভোগান্তি হলেও নগরীর জনজীবনে নেমে এসেছে স্বস্তি। আজ বৃহস্পতিবার ভোর সকাল থেকে রাজধানীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়।

    এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণপশ্চিমাঞ্চল হয়ে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত আছে। মোসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি অবস্থায় রয়েছে।

    পূর্বাভাসে আরও বলা হয়েছে, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, রংপুর, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশালের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টি হতে পারে। শেই সাথে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।