যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাময়িকী ফরেন অ্যাফেয়ার্স নিশ্চিত করেছে ৭ অক্টোবরের চেয়ে গাজা উপত্যকায় এখন অনেক বেশি শক্তিশালী মুক্তিকামী ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন। তারা আরও বেশি জনপ্রিয়। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডলইস্ট মনিটরের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।8মার্কিন সাময়িকীর প্রতিবেদনে বলা হয়, ৯ মাসের যুদ্ধের পরও হামাসকে পরাজিত করতে পারেনি ইসরায়েল। তারা পরাজয়ের কাছাকাছিও নেই। তাই হামাসকে শুধুমাত্র সামরিকভাবে হারানো সম্ভব নয়।’যুক্তরাষ্ট্রের ওই ম্যাগাজিনে আরও বলা হয়, গাজায় ৪০ হাজার স্থলসেনা নিয়ে প্রবেশ করেছে, তাদের অভিযানে ঘর ছাড়তে বাধ্য হয়েছে ৮০ শতাংশ বেসামরিক। প্রাণ হারিয়েছেন ৩৭ হাজার। গাজায় অন্তত ৭০ হাজার টন বোমা ফেলা হয়েছে যা দ্বিতীয় বিশ্বযুদ্ধে লন্ডন, ড্রেসডেন ও হ্যামবার্গে ফেলা বোমার চাইতেও বেশি।গত বছরের ৭ অক্টোবর অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ইসরায়েল অভিমুখে হাজার হাজার রকেট ছুড়ে মুক্তিকামী ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাস। এতে ইসরায়েলে নিহত হয়েছেন এক হাজার ৪০০ জন। এরপরেই বছরের পর বছর ধরে গাজায় চলা সামরিক পদক্ষেপ জোরালো করে ইসরায়েলি বাহিনী। এতে প্রাণ হারিয়েছে ৩৬ হাজারের বেশি ফিলিস্তিনি, আহত ৮১ হাজারেরও বেশি। হতাহতদের বেশিরভাগই বেসামরিক। এমন পরিস্থিতিতে বিশ্বজুড়ে যুদ্ধবিরতির আহ্বান জানানো হচ্ছে।