গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়িয়েছে সরকার। গতকাল বৃহস্পতিবার রাতে বিদ্যুৎ বিভাগ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে।এই দাম বিল মাস ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে। ফলে মার্চ মাসেই গ্রাহকদের বিল সমন্বয় হবে। কিন্তু খুচরা গ্রাহক পর্যায়ে কতটা দাম বেড়েছে?বিজ্ঞপ্তিতে বিদ্যুৎ বিভাগ জানায়, বিদ্যুতের পাইকারি মূল্য প্রতি ইউনিটে ৩৪ পয়সা সমন্বয় করা হয়েছে। প্রতি ইউনিট ৬ দশমিক ৭০ টাকা থেকে ৭ দশমিক ০৪ টাকা হয়েছে। এ ক্ষেত্রে গড়ে দাম বেড়েছে পাঁচ ভাগ।
অন্যদিকে খুচরা পর্যায়ে প্রতি ইউনিট গড়ে ৭০ পয়সা সমন্বয় করা হয়েছে। অর্থাৎ প্রতি ইউনিট ৮ দশমিক ২৫ টাকার বিপরীতে ৮ দশমিক ৯৫ টাকা হয়েছে। এখানে গড় সমন্বয় সাড়ে আট ভাগ।লাইফলাইন গ্রাহকের ৪.৩৫ টাকা থেকে ৪.৬৩ টাকা করা হয়েছে, সমন্বয় ২৮ পয়সা বেড়েছে। দেশে ১ কোটি ৬৫ লাখ লাইফলাইন গ্রাহক রয়েছে; যাদের সরকার ভর্তুকি মূল্যে বিদ্যুৎ সরবরাহ করে। এই খাতে গড়ে ৮.৫ শতাংশ মূল্য বৃদ্ধির ফলে আবাসিক লাইফ-লাইন (০-৫০ ইউনিট) প্রাহকের প্রকৃত ট্যারিফ প্রতি ইউনিট ০.২৮ টাকা (৬.৫৪%) বৃদ্ধি হবে, যার ফলে টাকার অংকে মাসিক বিল সর্বোচ্চ ২২ টাকা বৃদ্ধি পাবে।
সেচ ক্ষেত্রে প্রতি ইউনিটের দাম ৪ টাকা ৮২ পয়সা থেকে বেড়ে হয়েছে ৫ টাকা ২৫ পয়সা। খুচরা পর্যায়ে গড়ে ৮.৫ শতাংশ মূল্য বৃদ্ধির ফলে সেচ গ্রাহকদের ট্যারিফ প্রতি ইউনিটে ০.৪৩ টাকা (৮.৯%) বৃদ্ধি হবে। ফলে ৫০০ ইউনিট বিদ্যুৎ ব্যবহারকারী একজন সেচ গ্রাহকের মাসিক বিল সর্বোচ্চ ২৬২ টাকা বৃদ্ধি পাবে।বিদ্যুৎ বিভাগ বলছে, প্রধানমন্ত্রীর দিক নির্দেশনার আলোকে লাইফ-লাইন গ্রাহকসহ সমাজের নিম্ন আয়ের আবাসিক গ্রাহকগণের উপর মূল্য বৃদ্ধির অভিঘাত ন্যূনতম পর্যায়ে রাখা হয়েছে। যেমন ০-৭৫ ইউনিট ব্যবহারকারী একজন আবাসিক গ্রাহকের ট্যারিফ প্রতি ইউনিট ০.৪১ টাকা (৮.৪%) বৃদ্ধি হবে। ফলে টাকার অংকে মাসিক বিল সর্বোচ্চ ৪০ টাকা বৃদ্ধি পাবে।
একইভাবে ২০০ ইউনিট ব্যবহারকারী একজন আবাসিক গ্রাহকের ট্যারিফ প্রতি ইউনিট ০.৫৭ টাকা (৮.৬%) বৃদ্ধি হবে। ফলে টাকার অংকে মাসিক বিল সর্বোচ্চ ১২২ টাকা বৃদ্ধি পাবে।অন্যদিকে অপেক্ষকৃত বিত্তবান ১,২০০ ইউনিট ব্যবহারকারী একজন আবাসিক গ্রাহকের ট্যারিফ প্রতি ইউনিট ১.৩৫ টাকা (১০.১৮%) বৃদ্ধি হবে। ফলে টাকার অংকে মাসিক বিল সর্বোচ্চ ১,৪৪৩ টাকা বৃদ্ধি পাবে।এর আগে, পাইকারি বিদ্যুতের দাম বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে বিদ্যুৎ বিভাগ। বৃহস্পতিবার রাতে জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, বিল মাস ফেব্রুয়ারি থেকে পাইকারি বিদ্যুতের দাম কার্যকর করা হবে।
রাত ১০টায় গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করে বিদ্যুৎ বিভাগ। এই দাম বিল মাস ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে। ফলে মার্চ মাসেই গ্রাহকদের বাড়তি বিল গুনতে হবে।ফলে গ্রাহক পর্যায়ে ৮.৫০ ও পাইকারিতে ৫ ভাগ বাড়লো বিদ্যুতের দাম। সেই হিসাবে পাইকারি বিদ্যুতের দাম গড়ে ৩৪ পয়সা এবং গ্রাহক পর্যায়ে ৭০ পয়সা বাড়লো।